Sunday, December 7, 2025
HomeSports Newsবায়ার্ন মিউনিখ জমানার অবসান ঘটিয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন Bayer Leverkusen

বায়ার্ন মিউনিখ জমানার অবসান ঘটিয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন Bayer Leverkusen

- Advertisement -

বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখ জমানার অবসান। বুন্দেশলিগা চ্যাম্পিয়ন Bayer Leverkusen। ক্লাবের ১২০ বছরের ইতিহাসে এই প্রথম জার্মানি সেরা লেভারকুসেন। যার নেপথ্যে নায়ক জাভি আলন্সো।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্য রাতের কিছু আগে Werder Bremen-কে ৫-০ গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের জন্য বুন্দেশলিগা শিরোপা নিশ্চিত করে লেভারকুসেন। ভিক্টর বনিফেসের করা গোলে এগিয়ে গিয়েছিল দল। তারপর গ্রানিত জাকার দুরন্ত গোল। সর্বোপরি ফ্লোরিয়ান রিতজের হ্যাটট্রিক। একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন Bayer Leverkusen।

   

টানা দ্বাদশ বুন্দেশলিগা খেতাব জয় করার জন্য শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করেছিল বায়ার্ন মিউনিখ। শেষ রক্ষা হয়নি। হ্যারি কেনের মতো স্ট্রাইকারকে দলে নিয়েও ট্রফি হাতছাড়া। মিউনিখের সঙ্গে লেভারকুসেনের পয়েন্ট পার্থক্য ১৬। ২৯ ম্যাচের মধ্যে ২৫ ম্যাচে জয়, ৪ ম্যাচে ড্র। প্রাপ্ত পয়েন্ট ৭৯। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬৩।

২০২২ সালের অক্টোবর মাসে জাভি আলন্সোকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছিল বায়ের লেভারকুসেন ম্যাজমেন্ট। ক্লাব তখন অবনমোনের সঙ্গে লড়াই চালাচ্ছিল। আলন্সো বে আরিনায় পা রাখার পর থেকে বদলাতে শুরু করে ক্লাবের পারফরম্যান্স। মরসুমের শুরুতেই আরবি লাইপজিগকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ক্লাব।

ওয়েরদের ব্রেমেনের বিরুদ্ধে ম্যাচের শেষ বাঁশি বাজতে না বাজতেই বে এরিনার মাঠে কাতারে কাতারে ঢুকে পড়েন লেভারকুসেন সমর্থকরা। লাল ধোঁয়ায় ভরে যায় মাঠ। একশো বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান। এর আগে পাঁচবার রানার্স হয়েছিল দল। চ্যাম্পিয়ন এই প্রথম। হতে পারে ট্রেবল। ইতিমধ্যে জার্মান কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ক্লাব। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের হার্ডল অতিক্রম করার মুখে দল। আলন্সোর সঙ্গে ইতিহাস লিখতে বসেছেন ভিক্টর বনিফেস, গ্রানিত জাকা, ফ্লোরিয়ান রিতজ, আলেক্স গ্রিমাল্ডো, জেরেমিয়ে ফ্রিমপং-রা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular