FC Barcelona : স্যুটকেস খুলতেই বেরিয়ে এল বার্সেলোনা কিংবদন্তির অপ্রকাশিত বহু ছবি

FC Barcelona : একটা সাধারণ স্যুটকেস। তার ভিতরে অসাধারণ সব ছবি। অপ্রকাশিত; ফুটবল প্রেমীদের কাছে হয়তো প্যান্ডোরার বাস্ক। বুধবার খোলা হয়েছে তার লক। বেরিয়ে এসেছে একের পর এক ছবি। যা আগে কখনও দেখেনি ফুটবল বিশ্ব। 

বুধবার বেলার দিকে এই স্যুটকেস-সংবাদ দেওয়া হয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনার তরফে। কিংবদন্তি জোসেফ স্যামিতিয়েরের বহু ছবি রয়েছে তার ভিতরে। তাঁর ক্লাবে কাটানো মুহূর্ত, মাঠে কাটানো মুহূর্ত এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি। স্যুটকেস থেকে ১ হাজার ২২ টি ছবি পাওয়া গিয়েছে। কিছু ছবি ফুটবল ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্লাবের ওয়েবসাইট আর্কাইভেও আপলোড করা হয়েছে। 

   

 

মে মাসের ৪ তারিখে জোসেফ স্যামিতিয়েরের মৃত্যু দিন। পঞ্চাশ বছর আগে এই দিনে তিনি পরলোক গমন করেছিলেন। তাঁর স্মরণে বাক্স রহস্যের উদ্ঘাটন। ২০০২ সালে জন রভিরা এই স্যুটকেসটি বার্সেলোনা ক্লাবে দান করেছিলেন।

বার্সেলোনার ইতিহাসে সদা স্মরণীয় জোসেফ স্যামিতিয়ের। ক্লাবের প্রথম সোনালী যুগের কাণ্ডারী তিনি। ১৯২০ সালে থেকে যার সূত্রপাত। এই সময়কালে মোট পাঁচবার স্প্যানিশ চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছিল বার্সেলোনা। ১৯২৯ সালে প্রথম লিগ সেরার শিরোপা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন