Rudra Roy Gupta: সংগ্রাম মুখার্জীর পছন্দ করা ফুটবলার দিল ৫ গোল

Rudra Roy Gupta Scores Five Goals, Delights Sangram Mukherjee

প্রীতম সাঁতরা: সংগ্রাম মুখার্জী নিজে ক্লাবকে বলেছিলেন ‘এই ছেলেটাকে একটু দেখুন।’ তাঁর পছন্দ করা সেই ছেলেটাই দিয়েছে পাঁচ গোল। মহামেডান স্পোর্টিং ক্লাবকে একা পাঁচ গোল দিয়েছে রুদ্র রায় গুপ্ত (Rudra Roy Gupta)।

ইউনাইটেড স্পোর্টসের অনূর্ধ্ব ১৩ দলের রুদ্র রায় গুপ্ত মহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়র দলের বিরুদ্ধে করেছে পাঁচ গোল। বারো বছর বয়সী কেউ এক ম্যাচে পাঁচ গোল দিচ্ছে এরকম সচরাচর দেখা যায় না। ইউনাইটেড স্পোর্টস কীভাবে রুদ্রর খোঁজ পেয়েছিল সেটা জানার জন্য যোগাযোগ করা হয়েছিল ক্লাবের সঙ্গে।

   

স্কাউটিং-এর দায়িত্বে থাকা দাস জানালেন কাঁচরাপাড়া থেকে রুদ্রর উঠে আসার গল্প। রুদ্র রায় গুপ্ত সংগ্রাম মুখার্জীর বন্ধু ছেলে। একই পাড়ায় বাড়ি। প্রতিভা চিনতে ভুল করেননি ভারতের এক সময়কার অন্যতম সেরা গোলরক্ষক। সংগ্রাম মুখার্জী ইউনাইটেড স্পোর্টসের ঘরের ছেলে। তাই সেখানেই তিনি যোগাযোগ করেছিলেন।

মাস ছয়-সাত হল ক্লাবের সঙ্গে অনুশীলন করছে রুদ্র রায় গুপ্ত। পার্পল ব্রিগেড থেকে অতীতে বহু তারকা ফুটবলার উঠে এসেছেন। এখন অনেকে খেলছেন জাতীয় স্তরে। রুদ্রকে নিয়ে ক্লাব আশাবাদী। পড়াশুনার পাশাপাশি চলছে খেলাধুলো। পাশে রয়েছে তাঁর বাবা-মা। রুদ্রর বাবা নিজেও এক সময় ফুটবল খেলতেন। ছেলে ভালো করে ফুটবল শিখুক রুদ্রুর বাবা-ও সেটা চাইছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন