Transfer Window: বিদায় জানাচ্ছেন আরও এক জনপ্রিয় বিদেশি ফুটবলার

ivan kalyuzhnyi

শুধুই যেন যাওয়ার পালা। খোলা ট্রান্সফার উইন্ডো (Transfer Window) দিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে বিদায় নিচ্ছেন একের পর এক ফুটবলার। বিদেশি, স্বদেশী নামকরা একাধিক খেলোয়ার ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্সকে আলভিদা বলেছেন। আরও এক বিদেশি ফুটবলার হয়তো সামনের মরসুমের ইন্ডিয়ান সুপার লীগে হলুদ জার্সি পরে মাঠে নামবেন না। সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

গত মরসুমের ইন্ডিয়ান সুপার লীগে সমীহ জাগানোর মতো দল গঠন করেছিল কেরালা ব্লাস্টার্স। সাফল্য পাওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল দল। এরপর বিতর্কিত ঘটনা। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে মাঠে থেকে দল তুলে নেয় কেরালা। এরপর থেকে বিপত্তির শুরু। বড় অংকের জরিমানা। অনেকের ধারণা জরিমানার অর্থের চাপ কিছুটা লাগব করার জন্য একের পর এক ফুটবলারকে ট্রান্সফার করে চলেছে কেরালা ব্লাস্টার্স। তাই ক্লাবের হয়ে ভালো খেলার পরেও নাকি দল বদল করছেন খেলোয়াড়রা।

   

আগামী মরসুমে কেরালার হয়ে হয়তো আর খেলতে দেখা যাবে না Ivan Kalyuzhnyi কে। ইন্ডিয়ান সুপার লীগে খেলা দর্শকদের পছন্দের বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম ইভান। লোনে যোগ দিয়েছিলেন দক্ষিণ ভারতের এই ইন্ডিয়ান সুপার লীগের ক্লাবে। ইউক্রেনের এই ফুটবলারের বয়সও কম ছিল, ২৫ বছর। লোন স্পেল শেষ হওয়ার জন্য পুরনো ক্লাবে ফিরে যাবেন তিনি।

লোনে থাকা ফুটবলারদের সঙ্গে মেয়াদ বাড়িয়ে নেওয়া যায়। ফুটবলারের মূল ক্লাবের সঙ্গে কথা বলে লোনের মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ অন্য ক্লাবটির কাছে থাকে। কেরালা ব্লাস্টার্স এই সুযোগ কাজে লাগাবে বলে মনে হচ্ছে না। তাই ইভানের বিদায় এক প্রকার নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। আগামী দিনে ভারতে আবার ফিরে আসেন কি না এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন