ATK Mohun Bagan: সবুজ মেরুন সমর্থকদের “রাগ” দলের ডিফেন্ডারদের “বোকামি” দেখে

Sports desk: চলতি আইএসএলে পঞ্চম ম্যাচে সবুজ মেরুন সমর্থকরা প্রিয় দলের ড্র দেখে টিমের ডিফেন্স লাইন নিয়ে “রাগে”ফেটে পড়েছে। ম্যাচের ফলাফল ATK মোহনবাগান (ATK Mohun…

ATK Mohun Bagan

Sports desk: চলতি আইএসএলে পঞ্চম ম্যাচে সবুজ মেরুন সমর্থকরা প্রিয় দলের ড্র দেখে টিমের ডিফেন্স লাইন নিয়ে “রাগে”ফেটে পড়েছে। ম্যাচের ফলাফল ATK মোহনবাগান (ATK Mohun Bagan) ১-১ চেন্নাইন এফসি।

সবুজ মেরুন সমর্থকদের সাফ কথা হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসের ডিফেন্স লাইন AFC পর্বের ম্যাচেও নাফাসের বিরুদ্ধে জঘন্য ডিফেন্স প্রদর্শন করেছিল।এবার চলতি আইএসএলের পঞ্চম ম্যাচে চেন্নাইন এফসির সঙ্গে ড্র করতেই প্রিয় দলের পুরনো রোগ ডিফেন্স নিয়ে রাগ ঝড়ে পড়ছে সমর্থকদের মধ্যে।

সবুজ মেরুন সমর্থকদের পরিষ্কার বক্তব্য ATKMB’র ডিফেন্স লাইন নিয়ে,”তিরি এই ম্যাচে ছিল তাই রক্ষে, না হলে গোলের ব্যবধানে আমাদের বিপক্ষে বেড়ে যেতেই পারতো।”

সবুজ মেরুন সমর্থকদের রাগের বহিঃপ্রকাশের প্রতিক্রিয়ায়,” হুগো বৌমাস,মনভীর সিং,জনি কাউকো এদের মধ্যে খেলার এনার্জি ছিল না,এদের পা থেকে বল নিয়ে চলে যাচ্ছে, এরাই কিছুই করতে পারছে না,ভুল পাসিং শুধু করে যাচ্ছে।” চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের ছয় নম্বর ম্যাচ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে।

এদিন দলের ডিফেন্সের সঙ্গে মাঝমাঠ নিয়েও হাবাসের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।কেননা সেকেন্ড হাফে চেন্নাইন দলের অধিনায়ক অনিরুদ্ধ থাপাকে নিয়ে হিমশিম খেতে দেখা গিয়েছে ATKMB’কে, ম্যাচে অনেক বেশি আগ্রাসী ফুটবল থাপার গেমপ্ল্যানে ধরা পড়েছে।

ম্যাচের ২৯ মিনিটে CFC অধিনায়ক অনিরুদ্ধ থাপার দুরন্ত বাঁ পায়ের স্ট্রাইক শট অল্প কয়েক ইঞ্চির ব্যবধানে বেরিয়ে গেলেও বাগান ডিফেন্স লাইন যেভাবে থাপাকে বক্সের ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছে অর্থাৎ Allow করেছে, তা ATKMB’র ডিফেন্ডারদের “বোকামি” ছাড়া কিছুই নয়।