তিনমূর্তি গোলদাতা! ইস্টবেঙ্গলের টুইট পোস্ট ঘিরে কৌতুহল সমর্থকদের

ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ২৫ সেপ্টেম্বর ভারতীয় অনূর্ধ্ব -২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তার আগে গত বৃ্হস্পতিবার লাল হলুদ শিবির এরিয়ানের বিরুদ্ধে প্রস্তুতি…

Fans are curious about East Bengal's tweet post

ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ২৫ সেপ্টেম্বর ভারতীয় অনূর্ধ্ব -২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তার আগে গত বৃ্হস্পতিবার লাল হলুদ শিবির এরিয়ানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে।ওই প্রস্তুতি ম্যাচে স্টিফেন কনস্টাটাইনের টিম ৩-০ গোলে জিতেছে। অ্যালেক্স লিমা,এলিয়ান্দ্রো এবং সেম্বোই হাওকিপের গোলে ব্যাক টু ব্যাক দুই প্রস্তুতি ম্যাচে জয়ের মুখ দেখলো পদ্মা পাড়ের ক্লাব।এর আগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছিল ইমামি ইস্টবেঙ্গল টিম।

Advertisements

এরিয়ানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার আনন্দে শুক্রবার, ইমামি ইস্টবেঙ্গলের টুইট পোস্ট সাড়া ফেলে দিয়েছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। ওই টুইট পোস্টে এরিয়ানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে লাল হলুদের তিনজন গোলদাতার ছবি পোস্ট করে ক্যাপসনে লেখা হয়েছে,”গতকাল আমাদের 3️⃣ গোলদাতা এরিয়ান এফসির বিরুদ্ধে প্রীতি ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে গোল করা আমাগো তিনমূর্তি!”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর ভারতীয় অনূর্ধ্ব -২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল এফসি। ওই একই দিনে কলকাতা লিগের সুপার সিক্স পর্বে নৈহাটি স্টেডিয়ামে লাল হলুদ শিবিরের খেলা রয়েছে কালীঘাটের বিরুদ্ধে। ফলে কলকাতা লিগের এই ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গল দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের খেলার সম্ভাবনা প্রবল।