Pele: ‘বাবা…’ আবেগময় বার্তা দিলেন পেলের পুত্র

কিংবদন্তি ফুটবলার ও ফুটবল সম্রাট পেলে (Pele) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আশা-নিরাশার খবর আসছে বারবার। ক্যান্সারের পাশাপাশি পেলে কিডনি ও হার্টের…

Football emperor Pele

short-samachar

কিংবদন্তি ফুটবলার ও ফুটবল সম্রাট পেলে (Pele) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আশা-নিরাশার খবর আসছে বারবার। ক্যান্সারের পাশাপাশি পেলে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন তিনি। (Brazil) ব্রাজিলের সাও পাওলোতে চিকিৎসাধীন পেলেকে নিয়ে তাঁর পুত্র দিলেন আবেগময় বার্তা।

   

হাসপাতালে উপস্থিত হয়েছেন পেলের আত্মীয়রা। নিয়ম মেনে সবাই তাকে দেখে এসেছেন। পেলের পুত্র এডিনহো এবং মেয়ে কেলি ইনস্টাগ্রামে তাদের সাথে পিতার ছবি পোস্ট করেছেন। ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী বাবার হাত ধরে তোলা ছবি পোস্ট করে এডিনহো ক্যাপশনে লিখেছেন, ‘বাবা… আমার শক্তি তোমারই।’

গত বছরে অশিতীপর কিংবদন্তির শরীর থেকে টিউমার অপারেশন করা হয়। তবে এতে তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। চলতি বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। গত ১ ডিসেম্বর আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের বড় মেয়ে কেলি ক্রিস্টিনা নাসিমেন্টো জানিয়েছেন, বাবা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। বুধবার নাসিমেন্টো জানান, ক্রিসমাসের দিন হাসপাতালেই কাটাবেন তাঁর বাবা। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোলন ক্যানসারে আক্রান্ত পেলের শারীরিক অবস্থার ‘অগ্রগতি’ দেখা যাচ্ছে। তবে তার কিডনি ও হার্টের আরও ব্যাপক যত্ন প্রয়োজন। পেলের সুস্থতার কামনা করছেন বিশ্বজুড়ে সবাই।বিশ্বকাপের সোনার বুট জয়ী এমবাপ্পে ‘রাজার জন্য প্রার্থনা’ করতে আহ্বান জানিয়েছেন।