Roy Krishna: কৃষ্ণার সঙ্গে একই তালিকায় উঠল কলকাতার বাঙালি ফুটবলারের নাম

Faisal Ali scores for Bengaluru fc

কলকাতায় ভালো খেলা একাধিক ফুটবলার এবার বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। ডুরান্ড কাপের দুই ম্যাচে ধারাবাহিক জয় পেয়েছে দল। রয় কৃষ্ণা (Roy Krishna) তাঁর নতুন দলের হয়ে ইতিমধ্যে দুটি গোল করেছেন। আরও এক বাঙালি কৃষ্ণার সঙ্গে একই তালিকায় নাম তুলেছেন।

ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে ৪-০ গোলে জিতেছে বেঙ্গালুরু এফসি। এর আগের ম্যাচের মতো এয়ার ফোর্সের বিরুদ্ধেও গোল করেছেন সুনীল ছেত্রী, রয় কৃষ্ণা। ম্যাচের অন্তিম গোল শিবশক্তির। এছাড়া গোল করেছেন ফৈজল আলি। ফৈজল কলকাতার ছেলে। মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে উত্থান।
কলকাতার পার্কসার্কাস থেকে উঠে এসেছেন ভারতীয় ফুটবল সার্কিটে।

   

মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন বেশ কিছু মনে রাখার মতো ম্যাচ। বাইশ বছর বয়সী এই তরুণ এই বাঙালির উত্থান কাহিনী অনেকের কাছে হতে পরে অনুপ্রেরণা, উদাহরণ। এবার তিনি বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। তাঁকে দলে নেওয়ার জন্য বেঙ্গালুরু আগেও চেষ্টা করেছিল, এমনটাও ময়দানে শোনা যায়।

গত মরশুমে মহামেডানের হয়ে খেলেছিলেন চোখে পড়ার মতো ফুটবল। গোল করেছেন সাদা কালো জার্সিতে। সুনীল, কৃষ্ণা, প্রবীরের মতো অভিজ্ঞ তারকাদের পাশে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন ফৈজল। করলেন গোল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন