Fact Check: একে অন্যকে ফলো করা বন্ধ করে দিয়েছেন রোহিত-হার্দিক! জানুন সত্যিটা

Fact Check: আইপিএল ২০২৪-এর আগে মুম্বই ইন্ডিয়ান্সকে কেন্দ্র করে একের পর এক জল্পনা তৈরি হয়েছে। এখন দাবি করা নিচ্ছে যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া…

Rohit Sharma, Hardik Pandya

Fact Check: আইপিএল ২০২৪-এর আগে মুম্বই ইন্ডিয়ান্সকে কেন্দ্র করে একের পর এক জল্পনা তৈরি হয়েছে। এখন দাবি করা নিচ্ছে যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেছেন। সত্যি কি তাই?

তবে সোশ্যাল মিডিয়ায় এই দাবি করার পেছনের সত্যতা কারও জানা নেই। আসলে, আইপিএল ২০২৪ নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের নতুন অধিনায়ক হিসাবে মনোনীত করেছিল। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন। যার পর পান্ডিয়াকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল করা হয়।

এরপর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের নতুন অধিনায়ক করে মুম্বই ইন্ডিয়ান্স। যা নিয়ে বেশ অখুশি মুম্বই ইন্ডিয়ান্স ও রোহিত শর্মার সমর্থকরাও। এখন আবার এমনটাও দাবি করা হচ্ছে যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই। এবং এই দুই খেলোয়াড়ই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন।

Advertisements

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে নিয়ে শোনা যাচ্ছিল, আইপিএল ২০২৪ শুরুর আগে তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে চলে যেতে পারেন। রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহও তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় বেশ হতাশ। কিন্তু রোহিত ও হার্দিক যে ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা বন্ধ করে দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে তা কেউ জানে না।