ISL: এটিকে মোহন বাগান বাতিল এই বিদেশি হয়ে উঠতে পারেন বিপক্ষের ত্রাস

তিরিশের ওপর বয়স। তাও পায়ের কাজ এখনও কমেনি। তাই ৩৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নিতে কার্পণ্য করেনি বেঙ্গালুরু ফুটবল ক্লাব। শুরু হতে চলা ইন্ডিয়ান…

Bengaluru Fc footballer Javi Hernandez

তিরিশের ওপর বয়স। তাও পায়ের কাজ এখনও কমেনি। তাই ৩৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নিতে কার্পণ্য করেনি বেঙ্গালুরু ফুটবল ক্লাব। শুরু হতে চলা ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মায়ানগরীর দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলছেন তিনি।

Advertisements

২০১৯ সালে প্রথম কলকাতায় পা রেখেছিলেন জাভি হার্নান্দেজ (javi hernandez)। এটিকের হয়ে আবির্ভাবে নজর টেনেছিলেন তিনি। মাঝমাঠে খেলা তৈরি করা, আক্রমণে সাহায্য করা তাঁর খেলার অন্যতম বৈশিষ্ট্য। রিয়াল মাদ্রিদ বি দলের প্রাক্তন এই ফুটবলার এটিকের হয়ে প্রায় কুড়িটি ম্যাচ খেলেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

বিজ্ঞাপন

২০২০-২১ মরসুমে ছিলেন এটিকে মোহন বাগানে। সতেরোটির মতো ম্যাচে নেমেছিলেন। পরের মরসুমে তাঁর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি এটিকে মোহন বাগান। যোগ দিয়েছিলেন নতুন ক্লাবে। ওড়িশা ফুটবল ক্লাবের হয়ে নেতৃত্ব দিয়েছেন মাঝমাঠে।

খাতায় কলমে ভালো দল গড়েও মনরক্ষা করতে পারেনি ওড়িশা ফুটবল ক্লাব। তবে ব্যক্তিগতভাবে জাভি নিজের পারফরম্যান্স ধরে রেখেছিলেন। এবারের মরসুমে তিনি যোগ দিয়েছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাব। রয় কৃষ্ণা, সুনীল ছেত্রীদের সঙ্গে খেলবেন আক্রমণ গড়ার কাজ করবেন তিনি।