Emami East Bengal – এর ভাগ্য অনেকটা নির্ভর করতে পারে এলিয়ান্দ্রর ওপর

Eliandro dos Santos Gonzaga

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। এলিয়ান্দ্রকে কেন্দ্র করে এখন চর্চা চলছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। কেরিয়ার প্রোফাইল খুব একটা আহামরি নয়। তাই খুব একটা ভরসা পাচ্ছেন না সমর্থকদের একাংশ।

কলকাতার ক্লাবে যোগ দেওয়ার আগে উনিশটি ক্লাবে খেলেছেন এলিয়ান্দ্র। ইমামি ইস্টবেঙ্গল তাঁর কুড়িতম ক্লাব। থাইল্যান্ডে বেশ কিছু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। নতুন দেশে শুরুটা বেশ ভালই করেছিলেন। পরে, ক্রমে কমেছিল তাঁর ম্যাচ টাইম। গোল করার সংখ্যাও কমতে শুরু করেছিল।

   

নেট মাধ্যমে এলিয়ান্দ্রর খেলার বেশ কিছু ভিডিও রয়েছে। লম্বা, চওড়া চেহারার ফুটবলার। প্রতিপক্ষের ফুটবলারদের কাটিয়ে গোল করার ক্ষমতা রয়েছে তাঁর। দূর থেকে গোল করতে পারেন। প্রশ্ন উঠছে, এতো ঘন ঘন ক্লাব বদল কেন করেছেন তিনি। ক্লাবগুলোই-বা তাঁকে রিলিজ করেছে কেন, গোল করা সত্বেও।

ফুটবল মাঠে পরিসংখ্যান অচল। তবু সংখ্যা নিয়ে আলোচনা চলবে। সংখ্যা অনুযায়ী- ম্যাচ, গোল ইত্যাদি থেকে একজন খেলোয়াড়ের প্রোফাইল কাঁটাছেঁড়া করা হয়। এলিয়ান্দ্রর ক্ষেত্রেও সেটা হচ্ছে। সংখ্যার দিকে তাকালে কিছুটা হতাশ হতে হয়। কিন্তু অতীত দিনে তাঁর খেলার ঝলক আশার সঞ্চার করতে পারে। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের অনুমান, আপাতত নেতিবাচক কিছু না ভাবাই ভালো। ফুটবলার আগে মাঠে খেলুক। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজের দিনে থাকলে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠলেও উঠতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন