Devis Cup: নাদাল-ফেডেরারদের মঞ্চে এবার ভারতীয় রুশিলের অগ্নিপরীক্ষা

আসন্ন জুনিয়র ডেভিস কাপের (Devis Cup) যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন চণ্ডীগড়ের রাউন্ডগ্লাস টেনিস অ্যাকাডেমির ছাত্র রুশিল খোসলা। মালয়েশিয়ায় এই প্রতিযোগিতার আসর বসতে…

আসন্ন জুনিয়র ডেভিস কাপের (Devis Cup) যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন চণ্ডীগড়ের রাউন্ডগ্লাস টেনিস অ্যাকাডেমির ছাত্র রুশিল খোসলা। মালয়েশিয়ায় এই প্রতিযোগিতার আসর বসতে চলেছে আগামী ৪ এপ্রিল। চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

Advertisements

অনূর্ধ্ব-১৬ র‍্যাঙ্কিং তালিকায় এই মুহূর্তে ১৫ বছর বয়সী খোসলা ভারতীয়দের মধ্যে রয়েছেন শীর্ষে। তবে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের র‍্যাঙ্কিং অনুযায়ী তাঁর স্থান ১৫২-তে। দেশের হয়ে গুরুদায়িত্ব পাওয়ার পর খোসলা বলেন, ‍‘আমরা সবসময় লক্ষ্য ছিল, ভারতের হয়ে জুনিয়র ডেভিস কাপ খেলা। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতিটাই আলাদা। আমাকে ক্রমাগত ভরসা জুগিয়ে যাওয়ার জন্য আমার পরিবার এবং কোচ আদিত্য সাচদেবা স্যারকে ধন্যবাদ জানাই। আশা করছি নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে গর্বিত করব।’

   

Devis Cup

খোসলার কোচ তথা রাউন্ডগ্লাস টেনিস অ্যাকাডেমির টিডি আদিত্য সাচদেবা বলেন, ‍‘অ্যাকাডেমির জন্য এটা একটা দারুণ মুহূর্ত। আমাদের লক্ষ্যই হল বিশ্বমানের অ্যাথলিট তৈরি করা এবং বিশ্বের দরবারে তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দেওয়া। ভবিষ্যতের জন্য রোল মডেল প্রস্তুত করতে চাই আমরা। ভারতীয় দলের রুশিল নির্বাচত হওয়ায় বহু খেলোয়াড় উদ্বুদ্ধ হবে। ওকে শুভেচ্ছা জানাই।’

জুনিয়র ডেভিস কাপে মূলত অনূর্ধ্ব-১৬ বিভাগে ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হয়। বিশ্বের বিভিন্ন দেশ এখানে অংশ নেয়। যার মধ্যে সেরা ১৬টি দল ফাইনালে প্রবেশ করে। প্রসঙ্গত, রজার ফেডেরার-রাফায়েল নাদালের মতো কিংবদন্তিরাও এই টুর্নামেন্ট খেলে উঠে এসেছেন।

Advertisements