নতুন কোচ প্রসঙ্গে কী বলছেন কেরালার ব্লাস্টার্স ডিরেক্টর? জানুন

এই আইএসএল মরশুম শেষ হওয়ার পরেই সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানায় কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। উল্লেখ্য, গত বেশকয়েক মরশুম ধরে এই বিদেশী কোচের তত্ত্বাবধানে…

Explosive Statement from Kerala Blasters Director Karolis Skinkys on New Coach

এই আইএসএল মরশুম শেষ হওয়ার পরেই সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানায় কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। উল্লেখ্য, গত বেশকয়েক মরশুম ধরে এই বিদেশী কোচের তত্ত্বাবধানে লড়াই করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।  যার মধ্যে বেশ কয়েকবার প্লে-অফ উঠেছিল দল।  যদিও শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি।

সহজেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের। এমনকি এই সিজনে দল অনেক আগেই প্লে-অফ নিশ্চিত করলেও শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। এমনকি এই সিজনে ও একইভাবে ছিটকে গিয়েছে ওই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই তা হতাশ করেছে সমর্থকদের।

   

সেজন্য নতুন মরশুমে একেবারে নতুনভাবে গোটা দলকে সাজানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। তাই এবার সুইডিশ কোচের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। নয়া ফুটবল মরশুম থেকে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিচ্ছেন মিকেল স্টেহরে। আজ বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকেই সেকথা ঘোষণা করা হয়।

Kerala Blasters appoint Mikael Stahre

পূর্বে থাইল্যান্ডের ক্লাব উথাই থানি এফসির দায়িত্ব সামলেছেন বছর আট চল্লিশের এই ম্যানেজার। এছাড়াও নরওয়ে সহ একাধিক বিদেশি ফুটবল লিগে কোচিং করার অভিজ্ঞতা থেকেছে এই কোচের। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন কেরালা ব্লাস্টার্স দলের ডিরেক্টর করোলিস স্কিনকিস।

তিনি বলেন, বিবিধ প্রক্রিয়া মেনেই আমরা আমাদের দলের নতুন কোচ নিয়োগ করেছি। এক্ষেত্রেকে সবচেয়ে উপযুক্ত ভূমিকা পালন করতে পারেন সেটি নির্ধারণ করার জন্য এটি একটি দীর্ঘ পরিকল্পনা ছিল। মিকেল এক্ষেত্রে যথেষ্ট যোগ্য ব্যক্তি। তার মধ্যে যেমন জয়ের খিদে রয়েছে, ঠিক তেমনই তার ভাবনা দলের জন্য যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন।