Anwar Ali: আনোয়ার প্রসঙ্গে বিস্ফোরক বাগান সচিব, কী বললেন?

Anwar Ali, Debashis Dutta

Advertisements

গত সিজনে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্ট দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন আনোয়ার আলি (Anwar Ali)।‌ রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি এএফসির টুর্নামেন্টে ও গোল এসেছিল তাঁর পা থেকে। কিন্তু নয়া ফুটবল সিজনে তাঁর অবস্থান এখনো স্পষ্ট নয়। বর্তমানে এই ফুটবলারকে কেন্দ্র করে দেখা দিয়েছে আইনি লড়াই। আগের বছর তাঁকে দলে এনেছিল মোহনবাগান। কিন্তু এবার ফিফার লোনের নিয়ম মেনেই আনোয়ারকে ফেরাতে চাইছে দিল্লি এফসি।

বিশেষ সূত্র মারফত খবর, এই ফুটবলারকে দলে টানতে আসরে নেমেছে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের সঙ্গে থাকা দীর্ঘমেয়াদি চুক্তি। যারফলে, আসন্ন মরসুমে অন্য দলের হয়ে খেলতে হলে মোহনবাগানের সম্মতি নিতে হবে আনোয়ারকে। স্বাভাবিকভাবেই যা দিতে রাজি নয় গঙ্গা পাড়ের ক্লাব। বর্তমানে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে সমস্ত কিছু।

Advertisements

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সবুজ-মেরুন সচিব দেবাশীষ দত্ত। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আইনত চুক্তিতে আনোয়ার মোহনবাগানের ফুটবলার। কোনো চুক্তিবদ্ধ ফুটবলার অন্য কোথাও যেতে হলে এনওসি দরকার। কিন্তু এনওসি দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। এবার তার জন্যই ও এআইএফএফ-এর কাছে গেছে।’

বাগান সচিব আরো বলেন, ‘চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগে যদি কেউ অন্য কোথাও সই করে তাহলে সেই ফুটবলারের শাস্তি হয়। অনেকেই বলছে যে আনোয়ার সই করেছে। কিন্তু আমার মনে হয় না আনোয়ার ইস্টবেঙ্গলে সই করেছে। তবে এই নিয়ে এআইএফএফ সিদ্ধান্ত নেবে। আমি কোনো আইনি তত্ত্বতে যেতে চাইনা। পরিষ্কার বলে দিচ্ছি আনোয়ার মোহনবাগানের ফুটবলার। মোহনবাগানেই থাকবে। সে যদি অন্যত্র যেতে চায় চুক্তি ভঙ্গ করতে চায়, আমরা তাঁকে এনওসি দেব না। মনে হয়না এআইএফএফ নিয়মের বাইরে গিয়ে কোনও সিদ্ধান্ত নেবে।’