ইস্টবেঙ্গল প্রসঙ্গে কী বললেন জাতীয় দলের কোচ?

coach Manolo Marquez

Advertisements

কয়েক দিন আগেই নতুন কোচের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেইমতো জাতীয় দলের দায়িত্ব পালন করবেন মানোলো মার্কেজ (Manolo Marquez)। পাশাপাশি এবারের ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার দায়িত্বে ও থাকবেন এই তিনি। যা ভারতীয় ফুটবলে এক নজিরবিহীন ঘটনা।

তবে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার সুবাদে এই স্প্যানিশ কোচের কাছে শুভেচ্ছা বার্তা এসেছে দেশের বিভিন্ন ফুটবল মহল থেকে। বুধবার মানোলো মার্কেজকে শুভেচ্ছা বার্তা পাঠান ইমামি ইস্টবেঙ্গলের সাধারন সম্পাদক রূপক সাহা। যা নিয়ে খুশি ভারতীয় ফুটবলের এই সফল কোচ। উত্তর দিতে ভোলেননি তিনি। ইস্টবেঙ্গলের প্রসঙ্গে মানোলো বলেন, ‘ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই দেশের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ৫ বছর ধরে এটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে।’

Advertisements

এখানেই শেষ নয়। ইমামি ইস্টবেঙ্গলের প্রসঙ্গে এই কোচ বলেন, ‘ নয়া মরসুমের ক্ষেত্রে ইস্টবেঙ্গল জন্য শুভকামনা রইল। আমি নিশ্চিত আপনারা তুর্কমেনিস্তানের দলের বিপক্ষে জয় পাবেন।’ জাতীয় দলের এই কোচের মন্তব্য যথেষ্ট খুশি করেছে লাল-হলুদ সমর্থকদের।

বর্তমানে কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে এআইএফএফ এর সেন্টার অফ এক্সিলেন্সে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। পুরনো সমস্ত ব্যর্থতা ভুলে নয়া সিজনে আইএসএল জয় করাই অন্যতম লক্ষ্য এই প্রধানের।