গতবছরের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে অনবদ্যভাবে নতুন বছর শুরু করার পরিকল্পনা রয়েছে লাল-হলুদের। সেইমতো কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে আইএসএল এর অন্যতম প্রভাবশালী দল হায়দরাবাদ এফসিকে। অনবদ্য গোল করেছিলেন ক্লেটন সিলভা। যার দরুন জয় দিয়েই নিজেদের নতুন বছর শুরু করেছে কলকাতা ময়দানের এই প্রধান।
তবে সেখানেই শেষ নয়। দ্বিতীয় ম্যাচেও জয় এসেছে তাদের। পরাজিত করেছে আই লীগের অন্যতম শক্তিশালী দল শ্রীনিধী ডেকান ফুটবল ক্লাবকে। যা নিয়ে বর্তমানে খুশির আমেজ সমর্থকদের মধ্যে। যার দরুন দুই ম্যাচে ৬ পয়েন্টের পাশাপাশি গ্রুপ পর্বেরও শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে তাদের ঘাড়েই নিশ্বাস ফেলছে পড়শি ক্লাব মোহনবাগান।
বর্তমানে যা পরিস্থিতি তাতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ অর্থাৎ কলকাতা ডার্বির দিকেই নজর সকলের। যেখানে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস। বর্তমানে দুই ম্যাচ খেলেই ছয় পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে দুই প্রধান। এখন এই তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে যে কারা এবার যাবে সেমিফাইনালে। পরিসংখ্যান অনুযায়ী দেখলে আসন্ন ডার্বি ম্যাচে ড্র করলেই সুপার কাপের সেমিফাইনালে স্থান করে নেবে ইয়ামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
অন্যদিকে, ডার্বি জিতলে অনায়াসে সেমিফাইনাল স্থান পাবে মোহনবাগান সুপারজায়ান্টস। এখন সেদিকেই তাকিয়ে সবাই। উল্লেখ্য, দলের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে সুপার কাপ শুরু করেছে মোহনবাগান। তবে আজ শহরে এসেছেন দলের হেড কোচ হাবাস। সব ঠিকঠাক থাকলে ডার্বি ম্যাচের ডাগ আউটে থাকতে পারেন তিনি। মূলত ডার্বি জিতে সুপার কাপের সেমিফাইনাল খেলা লক্ষ্য থাকবে এই স্প্যানিশ কোচের।
অন্যদিকে, ডার্বি ম্যাচের আগে মুখ খুললেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। উল্লেখ্য গত শ্রীনিধি ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন তিনি। দলের পারফরম্যান্স নিয়েও যথেষ্ট খুশি থাকতে দেখা যায় তাকে। পরবর্তীতে সাংবাদিকদের তরফ থেকে ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের ফুটবলাররা নিজেদের ছন্দ বজায় রাখতে পারলে অনায়াসেই মোহনবাগানের বিরুদ্ধে জয় তুলে নিতে পারবে দল। এবারের টুর্নামেন্টে গত দুই ম্যাচে যথেষ্ট দাপিয়ে খেলেছে ইস্টবেঙ্গল। আগামী দিনে এভাবেই জয় ছিনিয়ে এনে টুর্নামেন্ট সফল করে তোলাই এখন একমাত্র কাজ।