Jamshedpur FC: কেরালার কাছে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক স্কট কুপার

গতকাল ইন্ডিয়ান সুপার লিগে স্কট কুপারের (Scott Cooper) জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) পরাজিত করেছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দল। এই নিয়ে একটানা পাঁচবার দক্ষিণের এই…

scott cooper Jamshedpur FC

গতকাল ইন্ডিয়ান সুপার লিগে স্কট কুপারের (Scott Cooper) জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) পরাজিত করেছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দল। এই নিয়ে একটানা পাঁচবার দক্ষিণের এই দলের কাছে পরাজিত হল একবারের লিগ শিল্ড জয়ীরা। গতকাল দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের শেষেরদিকে গোল করে সমস্ত হিসাব বদলে দেন তারকা ফুটবলার আদ্রিয়ান লুনা।

তার করা একমাত্র গোলেই জয় সুনিশ্চিত করে কেরালা দল। যারফলে এই নিয়ে আইএসএল মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে কেরালা। যারফলে, লিগ টেবিলে অনেকটাই বদল এসেছে তাদের ক্ষেত্রে।

উল্লেখ্য, এবারের আইএসএল মরশুমের প্রথম থেকেই সকলের নজরে ছিল ইভান ভুকোমানোভিচের কেরালা। গতবারের বিতর্কিত ম্যাচের পর বিরাট বড় অর্থ জরিমানা করা হয়েছিল এই দলকে। যা মেটাতে গিয়ে একটা সময় নিজেদের মহিলা ফুটবল অ্যাকাডেমি বন্ধ করে দিতে হয় তাদের। এমনকি দল থেকে রিলিজ করে দিতে হয় একের পর এক তারকা ফুটবলারদের।

যাদের মধ্যে ছিলেন প্রভসুখান গিল থেকে শুরু করে সাহাল আবদুল সামাদের ফুটবলাররা। তাদের বিদায় জানিয়েই এবার নিজেদের দল গড়েছে কেরালা। সেখান থেকেও এবার এসেছে সাফল্য। টানা দুই ম্যাচ অপরাজিত কেরালা।

তবে এই পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না জামশেদপুর দলের কোচ স্কট কুপার। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি মনে করি না কেরালা এই জয়ের উপযুক্ত। পাশাপাশি আমি এটাও মনে করি না যে আমরা এই পরাজয়ের উপযুক্ত।” বর্তমানে কোচের এই বক্তব্য যথেষ্ট ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।