Vince Barreto : আইএসএলে চেন্নাইয়িনের ভবিষ্যৎ নিয়ে ‘বিস্ফোরক’ ব‍্যারেটো

তিন বছরের চুক্তিতে গত বছরের ফাইনালিস্ট কেরালা ব্লাস্টার্স থেকে চেন্নাইয়িন এফসি’তে যোগ দিয়েছেন গোয়ানিজ ফরোয়ার্ড ভিনসি ব‍্যারেটো (Vince Barreto )। ২০২৫ সাল অবধি চেন্নাইয়িনে থাকবেন…

'Explosive' on Chennaiyin FC's future in ISL Vince Barreto commented

তিন বছরের চুক্তিতে গত বছরের ফাইনালিস্ট কেরালা ব্লাস্টার্স থেকে চেন্নাইয়িন এফসি’তে যোগ দিয়েছেন গোয়ানিজ ফরোয়ার্ড ভিনসি ব‍্যারেটো (Vince Barreto )। ২০২৫ সাল অবধি চেন্নাইয়িনে থাকবেন তিনি।

Advertisements

গত বছরের ইভান ভুকোমানোভিচের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব‍্যারেটো।১৭ ম‍্যাচে দুটো গোল করেছিলেন,কেরালা ব্লাস্টার্স রানার্স আপ হিসেবে মরশুম শেষ করে।

   

দুই বারের চ‍্যাম্পিয়ান চেন্নাইয়িনে যোগ দেওয়ার পর তিনি বলেছেন, ” চেন্নাইয়িনে যোগ দিয়ে দারুণ খুশি আমি।এখানে চ‍্যালেঞ্জ ভিন্ন।আমি খুবই উত্তেজিত চেন্নাইয়িনে যোগ দিয়ে।”

গত দুই মরশুম লিগের অষ্টম স্থানে শেষ করেছে চেন্নাইয়িন।২০২২-২৩ মরশুমে ভালো কিছু করবে দল,এবিষয়ে আত্মবিশ্বাসী ব‍্যারেটো।তিনি বলেছেন, “চেন্নাইয়ের মানুষদের জন্য এই মরশুম দারুণ কিছু হতে চলেছে।আমি নিশ্চিত তারা আমাদের পাশে থাকবে।বাবলে থাকার ফলে দুই মরশুম খারাপ গেছে।তবে এ মরশুম ভালো কিছু হবে সে বিষয়ে নিশ্চিত আমি।”