দলের পারফরম্যান্স নিয়ে কী বললেন বাগান সচিব? জানুন

অবশেষে ছন্দে ফিরল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ময়দানের এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের…

অবশেষে ছন্দে ফিরল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ময়দানের এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল জোসে মোলিনার ছেলেরা। এদিন একাধিকবার নর্থইস্ট ইউনাইটেডের কাছে পড়লেও শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করে মেরিনার্সরা। পিছিয়ে থেকেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সোমবার সল্টলেক স্টেডিয়ামে সেটাই দেখিয়ে গেল মোহনবাগান।

Advertisements

আরও পড়ুন: নর্থইস্টকে হারিয়ে জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট   

বিজ্ঞাপন

এদিন দলকে সমতায় ফেরালেন দুই বাঙালি ফুটবলার। দ্বীপেন্দু বিশ্বাস এবং বাগান অধিনায়ক শুভাশিস বসু। দলের দ্বিতীয় গোল নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিলেও সেটিকে গোল হিসেবে গণ্য করতে খুব একটা অসুবিধে হয়নি ম্যাচ রেফারির। তারপর শেষ মুহূর্তে জেসন কামিন্সের করা গোলে জয় সুনিশ্চিত করে সবুজ-মেরুন। যারফলে ডুরান্ড সেমিফাইনালের পর জয়ের সরণিতে ফিরল গতবারের শিল্ড জয়ীরা। যা নিয়ে খুশি সবুজ-মেরুন সমর্থকরা।

আরও পড়ুন: মোহনবাগান ম্যাচের আগে নিজেদের নেকড়ের সঙ্গে তুলনা করলেন বেনালি!

ম্যাচ শেষে সেই নিয়েই মুখ খুললেন বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, ” বদলা নয়। আইএসএলের একটা ম্যাচ ছিল সেটাই আমরা জিতলাম। এখনও আরও অনেক খেলা বাকি। সেগুলো জিততে হবে। ডুরান্ড আলাদা টুর্নামেন্টে আইএসএল আলাদা টুর্নামেন্ট। এখানে প্রথম ম্যাচে ড্র হয়েছিল দ্বিতীয় ম্যাচে জয় এসেছে‌।” পাশাপাশি জেমি ম্যাকলারেনের খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” জেমির খেলা চোখে লাগেনি। দশ মিনিট খেলেছে। তবে ও বড় প্লেয়ার। ধীরে ধীরে ম্যাচ ফিট হবে। তবে জেসন কামিন্সকে সকলেই ভুল বুঝত কিন্তু এখনও পর্যন্ত ওই প্রতি ম্যাচে গোল করে যাচ্ছে। আমার মতে বর্তমানে মোহনবাগান দলে কামিন্স সেরা ফরোয়ার্ড।”

আরও পড়ুন: ISL 2024: ময়দানে নামার আগে মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সাদিকু 

বর্তমানে এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে আসলো বাগান ব্রিগেড। আগামী ২৮শে সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে শুভাশিস ব্রিগেড। যুবভারতীর পর এবার অ্যাওয়ে ম্যাচে ও জয় পাওয়ার লক্ষ্য থাকবে মেরিনার্সদের।