আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন বাগান কোচ

গত ফুটবল মরসুমে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন আনোয়ার আলি (Anwar Ali)। বিশেষ করে আইএসএলের লিগ শিল্ড জয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। কিন্তু সেইসব এখন অতীত। নয়া ফুটবল মরসুমে চিরপ্রতিদ্বন্দী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছেন আনোয়ার। গত কয়েকমাস ধরে তাঁকে নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছিল ময়দানের দুই মধ্যে। যা পরবর্তীতে চলে যায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায়।

Advertisements

সপ্তাহ কয়েক আগে তাঁদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলেও পরবর্তীতে সেটিকে চ্যালেন্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল। তারপর আবার নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় পিএসসিকে। সেই অনুযায়ী গত কয়েকদিন আগেই ফের নো অবজেকশন সার্টিফিকেট পান আনোয়ার আলি। চলতি মাসের শেষে ফের শুনানির দিনক্ষণ ধার্য করা হলেও লাল-হলুদ জার্সিতে মাঠে নামতে কোনও সমস্যা ছিলনা এই সেন্টার ব্যকের। সেই সুযোগ কাজে লাগিয়েই আজ তাঁকে মাঠে নামায় ইমামি ইস্টবেঙ্গল।

আইএসএলের দ্বিতীয় ম্যাচেই তাঁকে নামিয়ে নিজেদের রক্ষণ ভাগকে মজবুত করার চেষ্টায় রয়েছেন লাল-হলুদ কোচ। এসবের মাঝেই দলের প্রাক্তন তারকাকে নিয়ে মুখ খুললেন বাগান কোচ জোসে মোলিনা। আগামীকাল নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলবে সবুজ-মেরুন। তাঁর আগে সাংবাদিক বৈঠক থেকে আনোয়ার আলিকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” গত মরসুমে আমি তাঁকে দেখেছি। কিন্তু সে এখন আমাদের দলের ফুটবলার নয়। আমি তাঁকে যথেষ্ট সম্মান করি। এখন সে ইস্টবেঙ্গল দলের একজন খেলোয়াড়।”

Advertisements

কিন্তু এখানেই শেষ নয়। মোলিনা আরও বলেন” আমি খুবই খুশি। যে দ্বীপেন্দুর মত একজন ফুটবলারকে পেয়েছি। সে যথেষ্ট ভালো একজন খেলোয়াড়। যথেষ্ট প্রতিভা রয়েছে। দিনের পর দিন সে যথেষ্ট উন্নতি করছে।” অর্থাৎ আনোয়ার আলির পরিবর্তে এখন এই তরুণ ফুটবলারের দিকে বাড়তি নজর দিচ্ছেন বাগান কোচ।