Sahal Abdul Samad: জেতার পর কী বলছেন সাহাল আব্দুল সামাদ? জানুন

Sahal Abdul Samad

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গতকাল, নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে চেন্নাইয়িন দলের মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় মেরিনার্সরা। গোল করেন দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার দিমিত্রি পেট্রতোস, অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও ভারতীয় তরুণ মনবীর সিং।

অপরদিকে চেন্নাইয়িন দলের হয়ে একটিমাত্র গোল পান রাফায়েল ক্রিভেলারো। বলা যায়, তার গোলেই একটা সময় আশার আলো দেখেছিল ওয়েন কোয়েলের দল। কিন্তু শেষ রক্ষা হয়নি কোনোভাবেই। প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের প্রথমদিকে প্রতিপক্ষ দলের তরফ থেকে চাপ সৃষ্টি করা হলেও সাহাল আব্দুল সামাদের (Sahal Abdul Samad) অনবদ্য পারফরম্যান্সের সামনে কার্যত পিছু হটতে হয় চেন্নাইয়িন দলকে।

এই জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ম্যাচের শুরু থেকেই কোচ আমাদের আক্রমনাত্মক খেলার কথা জানিয়েছিলেন। তবে এক্ষেত্রে আমাকে ডিফেন্সিভ মিডে থেকে মাঝমাঠের পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি তা করতে পেরে যথেষ্ট খুশি। উল্লেখ্য, এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisements

তবে শুধু ইন্ডিয়ান সুপার লিগ নয়। এএফসি কাপের মত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ও এখনো পর্যন্ত যথেষ্ট ভালো প্রদর্শন করেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। গত ম্যাচে মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়া এফসিকে ও পরাজিত করেছে তারা। সেই পারফরম্যান্স বজায় রয়েছে ভারতীয় ফুটবল লিগে।