HomeSports Newsমশালবাহিনীর দল গঠনের প্রসঙ্গে ‘বিস্ফোরক’ কুয়াদ্রাত

মশালবাহিনীর দল গঠনের প্রসঙ্গে ‘বিস্ফোরক’ কুয়াদ্রাত

- Advertisement -

কলিঙ্গ সুপার কাপ ছাড়া এ বছর আর কোনও ট্রফি ঘরে তুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের কাছে। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের লড়াইয়ে দল থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে হয় কলকাতা ময়দানের প্রধান দলকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। বলতে গেলে আইএসএলে অংশগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত প্লে-অফে উঠতে পারেনি মশাল ব্রিগেড।

   

East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

সেই আক্ষেপ মেটাতেই মরিয়া ইমামি ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, এই সিজনের মাঝামাঝি সময় থেকেই দল গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় ইস্টবেঙ্গল। মাদিহ তালাল থেকে শুরু করে ডেভিড লালাসাঙ্গা, প্রভাত লাকরা, অ্যালেক্স সাজি এবং দিমিত্রিওস ডায়মান্টাকোসের মত ফুটবলারদের আগেই চূড়ান্ত করে ফেলেছে মশাল ব্রিগেড।‌

সাতজনকে ‘টাটা’ করে দিল FC Goa

এছাড়াও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসেকে ফিরিয়ে আনার কথা ভাবছে ম্যানেজমেন্ট। তা সম্ভব হলে নিঃসন্দেহে আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণভাগেও যথেষ্ট শক্তিশালী হবে ইস্টবেঙ্গল। কিন্তু এখানেই শেষ নয় আরো বেশ কিছু ফুটবলারদের দলে আনার পরিকল্পনা রয়েছে লাল-হলুদের।

Sunil Chhetri: ২০১৫ সালে ছেত্রীর বলা কথা ছাংতের কাছে ‘বেদবাক্য’

তার আগেই এবার দল গঠনের প্রসঙ্গে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। ক্লাবের নিজস্ব মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এমন একটি দল তৈরি করছি যেটি নিয়ে আমাদের সমর্থকরা যথেষ্ট গর্ব বোধ করতে পারে। অর্থাৎ নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়াই অন্যতম লক্ষ্য এই স্প্যানিশ কোচের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular