Brendan Hamill: দলের স্ট্রাইকার সমস্যা নিয়ে ‘বিস্ফোরক’ মোহনবাগান ডিফেন্ডার

এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর সাথে উপস্থিত ছিলেন সবুজ মেরুন শিবিরের নির্ভরযোগ্য ডিফেন্ডার ব্রেন্ডন হ‍্যামিল (Brendan Hamill)।

Brendan Hamill,

মঙ্গলবার আইএসএলের অন‍্যতম শক্তিশালী দল হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই ম‍্যাচের থেকে এটিকে মোহনবাগানের তিন পয়েন্ট তুলে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম‍্যাচের আগে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর সাথে উপস্থিত ছিলেন সবুজ মেরুন শিবিরের নির্ভরযোগ্য ডিফেন্ডার ব্রেন্ডন হ‍্যামিল (Brendan Hamill)। প্রথম দিকে দলকে তেমন একটা নির্ভরতা দিতে না পারলেও এখন যে তিনি দলটির অন‍্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সেই কথা বলাই বাহুল‍্য।

Advertisements

এদিন হ‍্যামিলকে এটিকে মোহনবাগানের বর্তমান হাল সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ” আইএসএলের অন‍্যতম সেরা দল আমাদের।কিন্তু বর্তমানে ভাগ‍্য সহায় না থাকায় আমাদের এই অবস্থা এখন। যেকোনো সময় ম‍্যাচের রং বদলে দিতে পারার মতো ফুটবলার মজুদ আছে আমাদের শিবিরে।আমাদের ডিফেন্স খুবই শক্তিশালী ,তবে আক্রমণ খুবই দূর্বল।তাই প্রতি ম‍্যচে গোল করার সুযোগ তৈরি করলেও , হাতছাড়া করছে।এটা খুবই চিন্তার বিষয় ।”

   

হ‍্যামিলের মতে একটি বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে একজন প্রকৃত স্ট্রাইকারের অভাবে ভুগছে এটিকে মোহনবাগান।কিন্তু কোচ জুয়ান ফেরান্দো কবে বুঝবেন সেটা বোঝা যাচ্ছেনা।