ATK Mohun Bagan: ব্যর্থতার স্ক্রুটিনি করতে এসে বিস্ফোরক হুয়ান ফেরান্দো

গত ইন্ডিয়ান সুপার লীগ সেশনে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দলের গোলমেশিন রয় কৃষ্ণ চলতি ২০২২-২৩ ফুটবল মরসুমে নেই। বলা ভালো টিম ম্যানেজমেন্ট ফিজিয়ান গোল্ডেন…

juan ferrando

গত ইন্ডিয়ান সুপার লীগ সেশনে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দলের গোলমেশিন রয় কৃষ্ণ চলতি ২০২২-২৩ ফুটবল মরসুমে নেই। বলা ভালো টিম ম্যানেজমেন্ট ফিজিয়ান গোল্ডেন বয়’কে স্কোয়াডে রাখতে কোনও তোডজোড় করেনি। একইভাবে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসকে নিয়েও সবুজ মেরুন থিঙ্ক ট্র‍্যাঙ্ক আগ্রহ না দেখানোয় উইলি চলতি মরসুমে নেই।

২০২২-২৩ ফুটবল মরসুম সবেমাত্র শুরু হয়েছে। সেশনের প্রথম টাইটেলশিপ অভিযান ডুরান্ড কাপ টুর্নামেন্টে ATK মোহনবাগান সমর্থকদের প্রত্যাশার মাপকাঠিতে পাশ করতে পারেনি। টাইটেলশিপে নিজেদের এগানোর রাস্তাতে নিজেরাই বাধা হয়ে দাঁড়িয়ে নক আউটের পথে কাটা হয়ে দাঁড়ানোর হতশ্রী পারফরর্মেন্স সমর্থকদের প্রিয় দল নিয়ে মোহভঙ্গের পথ চলা শুরু। এরপর গত বুধবার, এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে লজ্জার হার সবুজ মেরুন জনতার ধৈহ্যের বাধ ভেঙে দিয়েছে।৩-১ গোলের পরাজয় কুয়ালালামপুরের বিরুদ্ধে হুয়ান ফেরান্দোর ফুটবল স্ট্র‍্যাটেজি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সবুজ মেরুন সমর্থকরা প্রিয় দলের এমন পারফরমেন্স দেখে বাগান হেডকোচের মরসুমের দল গঠন নিয়েও অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে।রয় কৃষ্ণ আর ডেভিড উইলিয়ামসকে চলতি সেশনে স্কোয়াডে না রাখার ইস্যুতে কোচ হুয়ান ফেরান্দোকে কাঠগড়ায় তুলেছে।

এমন আবহে স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো নিজের অস্বস্তি ঢাকতে সংবাদমাধ্যমে জানিয়েছেন, “না আমি তা মনে করি না। আপনি যখন গেম হারেন, তখন হয়তো আপনি খেলোয়াড়দের সমস্যা দেখতে পান। কিন্তু আমি মনে করি না যে তাদের জন্য শক্তি হারানো প্রয়োজন। এখানে তারা নেই। যারা আছে আমাকে স্কোয়াডে তাদের সঙ্গে কাজ করতে হবে।”

আসলে কুয়ালালামপুর সিটি এফসির হেডকোচ বোজান হোডাচ মোহনবাগানের দুই উইং প্লে মেকার লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ানকে জোনাল মার্কিং’এ রেখে বাগানের সাপ্লাই লাইন কেটে দিতেই সবুজ মেরুন শিবির বোতলবন্দী হয়ে পড়ে। এর সঙ্গে আবার স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসকে প্রথম ১৮ জনে না রেখে মনবীর সিংর ওপর বাজি ধরেন ফেরান্দো। কিন্তু গঙ্গা পাড়ের ক্লাব কোচের এই ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’ মাঠে মারা যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে হুয়ান ফেরান্দো নিজের দিকে ধেয়ে আসা সমস্ত অভিযোগ নস্যাৎ করে স্কোয়াডে যে ফুটবলারেরা আছে তাদের ওপর আস্থা রেখে নিজের পিঠ বাঁচানোর খেলায় নেমে পড়েছেন। কিন্তু পিঠ বাঁচানোর এই লড়াইও বেশি দিন কার্যকরিতা বজায় রাখতে পারবে এমন গ্যারেন্টি কোথায়।

আসন্ন ইন্ডিয়ান সুপার লীগ মরসুমে পরাজয়ের ধারাবাহিকতা পাল্লা দিয়ে চলতে থাকলে গত মরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের মতো হুয়ান ফেরান্দোকে পাততাড়ি গোটাতে হতে পারে।