সম্প্রতি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারের এর আগে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি ২০২২-২৩ এ বি গ্রেডের অংশ ছিলেন ঈশান কিষাণ। মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ছিলেন বি গ্রেডে। এভাবে শ্রেয়স আইয়ার বছরে ৩ কোটি টাকা পেতেন, আর ঈশান কিষাণ পেতেন বিসিসিআই থেকে বছরে ১ কোটি টাকা। কিন্তু এখন এই দুই ক্রিকেটারই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির অংশ নন, অর্থাৎ দুজনই বিসিসিআই থেকে বার্ষিক অর্থ পাবেন না।
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিওতে ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়াকে অনুশীলন করতে দেখা যাচ্ছে। কিন্তু বিসিসিআই তাতে খুশি নয় বলে জানা যাচ্ছে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের নির্বাচকরা হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষাণের সঙ্গে অনুশীলন করায় ক্ষুব্ধ। আসলে হার্দিক পান্ডিয়া বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির অংশ হলেও কেন্দ্রীয় চুক্তি পাননি ঈশান কিষাণ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করছেন ঈশান কিষাণ। সম্প্রতি রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে তাদের দলের অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স।
এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্সের কাছে তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে এর আগে ৭ মরসুম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু আইপিএল ২০২২-এর মেগা নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে ধরে রাখতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। যার পর গুজরাট টাইটান্সের অংশ হয়ে যান এই অলরাউন্ডার।