ISL: বাগান সমর্থকদের জন্য এবার থাকছে বিশেষ ছাড়, জেনে নিন

আজ রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। উল্লেখ্য, গতবছর সুনীল ছেত্রীর এই দলকে হারিয়েই আইএসএল খেতাব নিজেদের ঘরে…

Mohun Bagan fan

আজ রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। উল্লেখ্য, গতবছর সুনীল ছেত্রীর এই দলকে হারিয়েই আইএসএল খেতাব নিজেদের ঘরে তুলেছিল সবুজ-মেরুন ব্রিগেড। বলতে গেলে আজ বদলার লড়াই সাইমনের দলের। তাই আজকের ম্যাচ ও যে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements

তবে এবারের এই ম্যাচে ও প্রতিপক্ষ দলের থেকে অনেকটাই বেশি অ্যাডভান্টেজ পেতে চলেছে কলকাতার এই প্রধান। যার অন্যতম কারন হল বেঙ্গালুরু দলের অধিনায়ক তথা সুনীল ছেত্রীর অনুপস্থিতি। এবারের এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তাই আজ ও বেঙ্গালুরু দলের জার্সিতে খেলতে পারবেন না অধিনায়ক।

Advertisements

অন্যদিকে, আজ অনিরুদ্ধ থাপার উপস্থিতি দলের ক্ষেত্রে যে বাড়তি শক্তি জোগাবে তা বলাই চলে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গ্লেন মার্টিনসের উপর কোচ ভরসা রাখলেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি সেই গোয়ান তারকা। যারফলে, আজকের একাদশে যে আর তিনি থাকবেন না তা একপ্রকার নিশ্চিত।

এসবের মাঝেই এবার বাগান সমর্থকদের জন্য উঠে আসল সুখবর। জানা গিয়েছে, আজকের ম্যাচ থেকেই নাকি যুবভারতী ক্রীড়াঙ্গনে বিভিন্ন রকমের টিফোর পাশাপাশি হ্যান্ড মাইক ও ড্রাম নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন সকল সমর্থকরা। হ্যাঁ ঠিকই শুনছেন। ঠিক এমনটাই ইঙ্গিত মিলেছে এবার। ঘন্টাকয়েক আগেই রাজ্যের ক্রীড়া দপ্তরের পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সবুজ সংকেত মিলতেই ঘোষণা করা হয় সকলের উদ্দেশ্যে।