কাল থেকেই অনুশীলন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। তবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ থাকার দরুণ সাহাল আব্দুল সামাদ থেকে করে অনিরুদ্ধ থাপা কিংবা মনবীর সিংয়ের মতো ফুটবলাররা সকলেই রয়েছেন ইগর স্টিমাচের তত্ত্বাবধানে।তাই ক্লাবের বাকি ফুটবলারদের থেকে শুরু করে বাস্তব রায়ের জুনিয়র দলের ফুটবলারদের ও কয়েকজনকে নিয়ে অনুশীলন শুরু করে দেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
মূলত দলের ফুটবলারদের পুনরায় ম্যাচফিট করে নিয়ে জয়ের সরনীতে ফেরাই একমাত্র লক্ষ্য কলকাতার এই প্রধানের। উল্লেখ্য, এএফসি কাপের শেষ ম্যাচে বাংলাদেশে গিয়ে বসুন্ধরা এরিনাতে বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হতে হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যেখানে প্রথমদিকে লিস্টন কোলাসোর করা একমাত্র গোলে দল এগিয়ে থাকলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি।
তবে এবার পরবর্তী লেগের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হতে হবে মেরিনার্সদের। সেই ম্যাচেই এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হুয়ান ফেরেন্দোর ছেলেরা। তাই এখন থেকেই দলের বিদেশি ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যাদের মধ্যে রয়েছে অজি তারকা জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেট্রতোস, হুগো বুমোস , ব্রান্ডন হ্যামিল সহ হেক্টর ইউৎসের মতো ফুটবলার। তবে এবার জুনিয়র ফুটবলারদের ও দেখে নিতে চান বাগান কোচ।
Working our way towards the upcoming AFC Cup challenge 🫡
#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/VD5Fhi0Zl2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 21, 2023
তাই গতকাল থেকেই জুনিয়র দলের তারকা রাজ বাঁশফোর থেকে শুরু করে ফারদিন আলি মোল্লা ও টাইসনের মতো ফুটবলারদের দেখা যাচ্ছে দলের অনুশীলনে। আসলে, সময় সুযোগ বুঝে দলের তরুণ ফুটবলারদের ও সুযোগ দিয়ে বাজিমাত করার পরিকল্পনাই এবার আছে স্প্যানিশ কোচের।