Exclusive Insights: জাতীয় দলের প্রস্তুতি নিয়ে কী বলছেন স্টিমাচ? জানুন

আজ থেকে দুইদিন পর আগামী ১৬ তারিখ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কুয়েত দলের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল (Indian Football ) দল।…

Indian Football Team Coach Igor Stimac

আজ থেকে দুইদিন পর আগামী ১৬ তারিখ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কুয়েত দলের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল (Indian Football ) দল। এখন সেইদিকেই নজর রয়েছে সকলের। উল্লেখ্য, এবারের এই চলতি বছরে দুইবার মুখোমুখি হয়েছে এই দুটি দল। সেটি বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। প্রথমে শক্তিশালী লেবানন দলকে পরাজিত করেছিল সুনীল ব্রিগেড।

তারপর বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কুয়েতের মুখোমুখি হয় ইগর স্টিমাচের ছেলেরা। সেখানে প্রথমদিকে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে আনোয়ার আলীর আত্মঘাতী গোলের দরুণ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। তবে সেই টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি হয় দুই দল। সেখানে নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল গোলশূন্য থাকলেও সাডেন ডেথে জয় তুলে নেয় ব্লু টাইগার্স।

এবার ফের মুখোমুখি হবে দুই দল। তবে এবার আর ভারত নয়। খেলতে হবে কুয়েতের মাটিতে। ম্যাচটা যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে। সেই নিয়ে গত কয়েকদিন আগেই ভারতীয় দলের হেড কোচ বলেছিলেন, এই ম্যাচ খুব একটা সহজ নয়। এমনকি আমাদের গ্রুপে থাকা কোনো প্রতিপক্ষ সহজ নয়। তবে আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।

বলাবাহুল্য, বাছাই পর্বের এই লড়াইয়ে ৩৬ টি দেশকে রাখা হয়েছে ৯টি গ্রুপে। যেখানে গ্রুপ “এ” তে রয়েছে ভারত। তাদের সাথে রয়েছে কাতার, আফগানিস্তান ও কুয়েত দল। এক্ষেত্রে হোম ও অ্যাওয়ে ম্যাচ নিয়ে মোট ছয়টি করে ম্যাচ খেলবে প্রতিটা দল। সেখান থেকে দুইটি করে দলে চলে যাবে তৃতীয় রাউন্ডে।

তবে প্রস্তুতি নিয়ে কিছুটা হলেও চিন্তায় ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, কুয়েতের বিপক্ষে ওদের দেশের মাঠে নামার আগে আমাদের অনেকটাই অনুশীলন করা দরকার ছিল। আসলে কুয়েতের বিপক্ষে এই ক্ষেত্রে প্রথম ম্যাচ বলেই আরো দরকার ছিল। আমরা সকলেই জানি আমাদের কি করা দরকার। তবে আমাদের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে। কিন্তু হাতে সময় অনেকটাই কম। এখন আমাদের নিজেদের অনুশীলনের দিকেই মনযোগ দিতে হবে।