Calcutta League: মোহনবাগান নিয়ে ফের এল বড় আপডেট

Mohun Bagan SG

শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা লীগ (Calcutta League)। মাঠে নেমেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রথম ম্যাচেই তিন গোল করেছে দল, এসেছে তিন পয়েন্ট। বিদেশি বিহীন কলকাতা লীগে এবারেও হট ফেবারেট মোহনবাগান। সম্প্রতি আরও একটি আপডেট এসেছে প্রকাশ্যে।

ময়দানে ফুটবল উন্মাদনা ফেরাতে মরীয়া ছিল বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা। কলকাতার তিন প্রধানের মাঠে আগের মতো ম্যাচ করানোর লক্ষ্য সামনে রেখেছিল সংস্থা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ। ড্রেসিং রুম সহ স্টেডিয়ামে যুক্ত হয়েছে আধুনিক সুবিধা। তবু কোনো প্রতিযোগিতার ম্যাচ করানোর জন্য প্রয়োজন প্রস্তুতি। সে দিক থেকে সামান্য এগিয়ে মোহনবাগান। মোহনবাগান ক্লাবের মাঠে আগেও বহু প্রশংসা পেয়েছে। এখনও ময়দানের অন্যতম সেরা মাঠে রয়েছে বাগানেই। জল জমার সমস্যা দূর হয়েছে অনেকটা।

   

সম্প্রতি জানা গিয়েছে, নিজেদের ক্লাবের মাঠে খেলতে নামবে মোহনবাগান। কলকাতা ফুটবল লীগের ম্যাচ খেলা হবে সবুজ মেরুন মাঠে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে ঘরের মাঠে খেলতে পারে সবুজ মেরুন ব্রিগেড।

ফুটবলের প্রসার বৃদ্ধির জন্য রাজ্যের বিভিন্ন মাঠে চলছে কলকাতা ফুটবল লীগের ম্যাচ। কিন্তু সব মাঠে বড় দলের ম্যাচ খেলানো সম্ভব নয়। ফুটবল সংস্থার হাতে ঘেরা মাঠের সংখ্যা হাতে গোনা। ঘেরা মাঠ পেলেও সেখানে বড় দলের ম্যাচ করানোর মতো পরিকাঠামো পাওয়া যায় না সব সময়। এর আগে কল্যাণীর মাঠে আয়োজন করা হয়েছে একাধিক বড় ম্যাচ। সমস্যা হল এই মাঠে গুলো অনেকটা দূরে।

কলকাতার ফুটবলের আমেজ অনেক সময় শহর থেকে দূরের এই মাঠে পাওয়া যায় না। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলা ছড়িয়ে দেওয়ার পাশপাশি ময়দানে ম্যাচ আয়োজন করার চ্যালেঞ্জ নিয়েছে IFA। প্রাথমিকভাবে তারা নিজেদের লক্ষ্যে অনেকটা সফল। বৃষ্টি ভেজা ময়দানে মোহনবাগানের ম্যাচ কেমন হয় এখন সেটাই দেখার। আগামী দিনে বাকি দুই প্রধানের মাঠেও ফিরতে পারে লীগের ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন