ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে খেলোয়াড়দের জন্য নিলাম (IPL Auction) হওয়ার কথা রয়েছে। আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নিলামের টিজার শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আইপিএল ট্রফি এখন দুবাইতে পৌঁছে গেছে। দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর নিলাম।
এবারই প্রথম ভারতের বাইরে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এবার আইপিএল ২০২৪-এর নিলামের জন্য দেশ-বিদেশের মোট ৩৩৩ জন খেলোয়াড় নিজেদের নাম নথিভুক্ত করেছেন। ৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয়। এ ছাড়া এই ৩৩৩ জন খেলোয়াড়ের মধ্যে নিলামে উঠবেন মাত্র ৭৭ জন। ৩৩৩ জন খেলোয়াড়ের মধ্যে ২৩ জন খেলোয়াড়ের ভিত্তি মূল্য ২ কোটি টাকা। এমন অনেক খেলোয়াড় থাকবেন যাদের প্রথমবারের মতো বিড দেওয়া হবে, তারপর অনেক খেলোয়াড় আছেন যাদের ফ্র্যাঞ্চাইজিগুলো রিলিজ করলে দিয়েছে। একই সঙ্গে আইপিএল ২০২৪-এর নিলামের আয়োজক হবেন মল্লিকা সাগর।
এবারের নিলামে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যাদের ওপর সব ফ্র্যাঞ্চাইজিই বড় দর দিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো ক্রিকেটাররা। এবারই প্রথম আইপিএলে অংশ নিতে পারেন রাচিন রবীন্দ্র। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তার অসাধারণ ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি।
Welcome to Dubai! 🌇
We are all set for the #IPLAuction 🔨
The 🏆 in all its glory ✨#IPL pic.twitter.com/BZ2JpT0awP
— IndianPremierLeague (@IPL) December 17, 2023
এছাড়া আট বছর পর আইপিএলে ফিরতে যাচ্ছেন পেসার মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার শেষ আইপিএল মরসুম খেলেছিলেন। এমন পরিস্থিতিতে আবারও আরসিবির নজর থাকবে স্টার্কের দিকে।