Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি!

Mohammed Shami

টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) বর্তমানে ক্রিকেট থেকে দূরে থাকলেও শীঘ্রই শামিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ বোলিং করা শামির প্রশংসা চলছে চারিদিকে। এবার ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন মহম্মদ শামির নাম। যার পরে মনে হচ্ছে মহম্মদ শামি শীঘ্রই অর্জুন পুরষ্কার পেতে পারেন।

আরও পড়ুন:IPL: গুজরাটের কাছে সবথেকে বেশি টাকা, কলকাতা-মুম্বই অনেক পরে  

   

প্রাপ্ত খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রীড়া মন্ত্রককে এই সুপারিশ করেছে। ২০২৩ বিশ্বকাপে মাত্র ৭ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন মহম্মদ শামি। প্রথম তিন ম্যাচ থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু চতুর্থ ম্যাচে শামি যখন প্রথম একাদশে ফেরেন, তখন থেকে নিজের বোলিং দিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেওয়ার কাজ করতে থাকেন দক্ষতার সঙ্গে, প্রতি ম্যাচে । মাত্র ৭ ম্যাচে শামির নামে ছিল ২৪ টি উইকেট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মহম্মদ শামি।

আরও পড়ুন:  Pro Kabaddi League: ৬০ পয়েন্ট নিয়ে একতরফা জয় বেঙ্গল ওয়ারিয়র্সের

এই টুর্নামেন্টে শামি তিনবার ৫ উইকেট নিয়েছিলেন। তার বিপজ্জনক বোলিং সব দলের বিপক্ষেই দেখা গেছে। চোটের কারণে শামি বর্তমানে দলের বাইরে থাকলেও এখন তিনি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে শামিকে। ভারতীয় দলের হয়ে ৬৪টি টেস্ট, ১০১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শামি। টেস্টে ২২৯ উইকেট, ওয়ানডেতে ১৯৫ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছেন শামি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন