East Bengal: লাল-হলুদের সঙ্গে যুক্ত হলেন এই তরুণ প্রতিভা, জানুন

গত সিজনের পর এবার এই মরশুমে ও ব্যাপক ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) যুব দল। কলকাতা লিগে দাপুটে পারফরম্যান্স করে শেষ রক্ষা না হলেও…

Kartik Oraw who has recently joined the RFDL squad of East Bengal

গত সিজনের পর এবার এই মরশুমে ও ব্যাপক ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) যুব দল। কলকাতা লিগে দাপুটে পারফরম্যান্স করে শেষ রক্ষা না হলেও দলের ছন্দ বজায় থেকেছে ডেভেলপমেন্ট লিগে। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের শুরুটা খুব একটা মধুর না হলেও সময় যত এগিয়েছে ততই সক্রিয় হয়ে উঠেছে লাল-হলুদ ব্রিগেড।

একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ দলকে অনায়াসেই হারাতে থাকে বিনো জর্জের ছেলেরা। মাঝে চির-প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হলেও জামশেদপুর ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় দল। সেখান থেকেই এবারও ইস্টজোন চ্যাম্পিয়ন হয় দল।

যা নিঃসন্দেহে বড়সড় পাওনা। মাঝে কিছুদিন বিশ্রাম নিয়ে ফের জাতীয় স্তরের লড়াইয়ের জন্য দিল্লি উড়ে যায় সায়নরা। গত ১৪ই এপ্রিল প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে নর্থইস্ট ইউনাইটেডকে। জোসেফের গোলে‌ এসেছে জয়। এবার পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা দল। এসবের মাঝেই লাল-হলুদ শিবিরে সঙ্গে যুক্ত হলেন আরেক তরুণ ফুটবলার।

তিনি কার্তিক ওরাওঁ। উপযুক্ত সময় ফরোয়ার্ড লাইনে নিজেকে প্রমাণ করতে যথেষ্ট সক্ষম এ বাঙালি ফুটবলার। পূর্বে মুম্বাইয়ের এলিট লীগের ইন্ডিয়া রুশ সকার ক্লাবের হয়ে খেলেছেন তিনি। সুযোগ পেতেই নিজেকে উজাড় করে দিয়েছিলেন সেখানে। তাই সহজেই বেশকিছু ক্লাবের নজরে পড়ে যান এই ফুটবলার।

শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে তাকে চূড়ান্ত করে কলকাতা ময়দানের এই প্রধান। তাই বর্তমানে গোটা দলের সঙ্গে দিল্লিতে রয়েছেন এই বঙ্গ সন্তান। সব ঠিকঠাক থাকলে আগামী ম্যাচেই তাকে মাঠে নামাতে পারেন কোচ বিনো জর্জ।