East Bengal Jersey: প্রকাশিত হল ব্রাউনের জার্সি নম্বর

শুক্রবার রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি ফুটবলার ফেলিসিও ব্রাউন ফোর্বস। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার জার্সি নম্বর প্রকাশ…

felicio brown forbes

শুক্রবার রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি ফুটবলার ফেলিসিও ব্রাউন ফোর্বস। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার জার্সি নম্বর প্রকাশ করেছে ক্লাব।

ফেলিসিও ব্রাউন ফোর্বসের জার্সি নম্বর নিয়ে চলা জল্পনা সত্যি হয়েছে। ৯১ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে তার হাতে। টিম হোটেলে তার হাতে তুলে দেওয়া হয় জার্সি। এর আগে ইস্টবেঙ্গলের ৯১ নম্বর জার্সি পরে খেলেছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুব্রত পাল।

   

ফোবর্সের উপস্থিতিতে দল যে আরও শক্তিশালী হবে তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। গতবারের পর এবারেও ভালো ফর্মে রয়েছেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভা। তার সাথে ফোবর্স যুক্ত হলে প্রতিপক্ষের রক্ষণে চাপ আরও বাড়বে বলে লাল হলুদ সমর্থকরা আশা করছেন।

Advertisements

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলার জন্য গুয়াহাটিতে রয়েছে ইস্টবেঙ্গল। সরাসরি সেখানে পৌঁছে গিয়েছেন ফোবর্স। তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন লাল হলুদ দলের অধিনায়ক ক্লেইটন সিলভা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News