শেষ বাঙালি স্ট্রাইকার বলতে উঠলে একবাক্যে যে নাম উঠে আসবে তিনি হলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Deependu Biswas )। বৃ্হস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষ্যে মহামেডান স্পোটিং ক্লাব এবং ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের আবেগ ঘন টুইট পোস্ট ভাইরাল সোশাল মিডিয়াতে।
প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জন্মদিনে মহামেডান স্পোটিংর টুইট পোস্টের ক্যাপসনে লেখা,”থ্রোব্যাক বৃহস্পতিবার #MajorThrowback ” আর ইমামি ইস্টবেঙ্গলের টুইট পোস্ট এমন দিনে,” আমাদের প্রাক্তন স্ট্রাইকার 𝘿𝙞𝙥𝙚𝙣𝙪 𝘽𝙞𝙨𝙬𝙖𝙨 শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমাদের সাথে যোগ দিন। দীপু! জন্মদিনের বিজয়, দীপেন্দু! #JoyEastBengal #EmamiEastBengal “
Join us in wishing our former striker 𝘿𝙞𝙥𝙚𝙣𝙙𝙪 𝘽𝙞𝙨𝙬𝙖𝙨 a very happy birthday. Have a great one, Dipu! 🎂🥳🎈
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, দীপেন্দু! ❤️💛#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/X6vky7nA5G
— East Bengal FC (@eastbengal_fc) September 29, 2022
প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন দীপেন্দু বিশ্বাস। প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস মোহনবাগান, ইস্ট বেঙ্গল এফসি এবং মহামেডান স্পোর্টিং’র প্রতিনিধিত্ব করেছেন।
১৯৯৬ সালে দীপেন্দু বিশ্বাস টাটা ফুটবল একাডেমি(TFA) থেকে স্নাতক হন এবং তারপরে খেলা শুরু করেন। ১৯৯০’র দশকে দীপেন্দু ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করেছিলেন এবং ভারতীয় জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে দীপেন্দু বিশ্বাস মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সম্পাদক।
Throwback Thursday 💪🏻⚫️⚪️#MajorThrowback pic.twitter.com/2Jb99DF6J6
— Mohammedan SC (@MohammedanSC) September 29, 2022
দীপেন্দু বিশ্বাসের ফুটবল কেরিয়ারে বেশ কয়েকটি বড় সাফল্য অর্জন করেছেন। দীপেন্দু ২০০৫-২০০৭ থেকে একজন ফরোয়ার্ড হিসাবে ATK মোহনবাগান এফসি’র প্রতিনিধিত্ব করেন এবং ২০১২ সালে ক্লাবে পুনরায় যোগদান করেন। ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে ফরোয়ার্ড হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবে খেলেন।
২০২০ সালের জুলাই মাসে দীপেন্দু বিশ্বাস মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব হন। ক্লাবের ১২৯ বছরের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি ফুটবল সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতীয় ফুটবল এরিনাতে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস
দীপু নামে পরিচিত।