ইন্টার কাশী প্রসঙ্গে কী বলছেন লাল-হলুদের প্রাক্তন গোলরক্ষক?

গত আইলিগ মরসুমে দুরন্ত পারফরম্যান্স থাকলেও খেতাব জয় করতে পারেনি ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন আইলিগে ঘুরে দাঁড়ানোই…

Ex-East Bengal Goalkeeper Rakshit Dagar Shares Thoughts on Inter Kashi FC

গত আইলিগ মরসুমে দুরন্ত পারফরম্যান্স থাকলেও খেতাব জয় করতে পারেনি ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন আইলিগে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য‌ বারাণসীর এই ফুটবল ক্লাবের। সেজন্য নয়া কোচের নির্দেশ মেনেই খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে ম্যানেজমেন্ট। যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও থেকেছে চমক। একাধিক তরুণ প্রতিভাদের আনা হয়েছে স্কোয়াডে। প্রথম একাদশের পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে গত কয়েক মাসে একাধিক ভারতীয় ফুটবলারদের সই করিয়েছে ইন্টার কাশী।

   

নয়া মরসুমে সেই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় গোলরক্ষক রক্ষিত ডাগর (Rakshit Dagar)। গত ফুটবল মরসুমে খালিদ জামিলের জামশেদপুর এফসিতে খেলেছিলেন এই ফুটবলার। তবে নয়া আইএসএলে তাঁকে দলে রাখা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। পরবর্তীতে সেখান থেকে রিলিজ নিয়ে নেন লাল-হলুদের (East Bengal) এই প্রাক্তন গোলরক্ষক। এরপর তাঁকে নিতে আসরে নামে আইলিগের একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত বাজিমাত করে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী। আগামী কয়েকটি ফুটবল সিজনের জন্য বারাণসীর ইন্টার কাশীতে যোগদান করেছেন রক্ষিত ডাগর (Rakshit Dagar)।

তারপর দলের সাথে নিয়মিত অনুশীলন করতে দেখা যায় এই তারকাকে। বৃহস্পতিবার বিকেলে তাঁর কথায় নিজেদের সোশ্যাল সাইটে উল্লেখ করেছে আইলিগের এই ফুটবল ক্লাব। যেখানে এই দলের সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট ইতিবাচক বার্তা দিতে শোনা যায় এই ফুটবলারকে। পরবর্তীতে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ইন্টার কাশীতে যোগদান করা একটি পরম সৌভাগ্যের বিষয়। আমার স্ত্রীর পরিবার উত্তর প্রদেশের, তাই এই ইন্টার কাশী দলের প্রতিনিধিত্ব করা এবং এমন শক্তিশালী আঞ্চলিক সম্পর্ক সহ একটি ক্লাবের অংশ হওয়া আমার জন্য ব্যাপক সম্মানের।”

তিনি আরও বলেন, ” আমি আমার ক্যারিয়ারের অভিজ্ঞতা এই দলে কাজে লাগাতে চাই।‌ সেইসাথে ক্লাবের বৃহৎ স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিজের অবদান রাখতে চাই। বর্তমানে আমি আমার নতুন সতীর্থদের সাথে কাজ করার পাশাপাশি এই নয়া মরসুমে ক্লাবের সাফল্য আনার ক্ষেত্রে নিজের সেরাটা দিতে চাই।”