মঙ্গলবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে চেন্নাইয়ের (Chennaiyin FC) বিপক্ষে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এই ম্যাচেই সময় নষ্ট করায় মাথায় হাত সবুজ-মেরুন দলের জন্য। কারণ জামশেদপুরের সঙ্গে ড্র করার পর এবার আবার চেন্নাইয়িনের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল তারা। তবে কিছুটা হলেও স্বস্তির খবর বাগান সর্মথকদের জন্য। পরপর দুই ম্যাচ ড্র করেও লিগ শীর্ষে মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে সাত পয়েন্টে এগিয়ে মোলিনার দল। সেই স্থান ধরে রাখা যে কঠিন হয়ে পড়ল, তা নিয়ে চিন্তিত সমর্থকরা।
We come back from Chennai with +1 point 💚♥️
Watch ISL only on @JioCinema , @Sports18 -3, #StarSports3! 📺 https://t.co/qEBDVervnn#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/A4HLh9RFrm
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 21, 2025
বিশেষত, চেন্নাইয়ের বিপক্ষে কোচ হোসে মোলিনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই ম্যাচে নামার আগে বাগান কোচ দলের প্রথম একাদশে বেশ কিছু বড় পরিবর্তন করেন। পকিল্পনা বদল করে প্রথম থেকেই গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোসকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। একই সঙ্গে সুহেল এবং অভিষেক সূর্যবংশীকেও প্রথম একাদশে স্থান দেন। যদিও জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, লিস্টন কোলাসো এবং মনবীর সিংহের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের বাইরে রেখে তিনি আশঙ্কার দিকও সৃষ্টি করেন। তবে কোচের পরিকল্পনা মাঠে সফল হয়নি। তবে দলের ফুটবলারদের পারফরম্যান্স দেখে হতবাক মেরিনার্সরা।
এদিনের ম্যাচে মোহনবাগান শুরু থেকেই চাপ সৃষ্টি করতে শুরু করেছিল। কিন্তু চেন্নাইয়িন রক্ষণাত্মক কৌশল অবলম্বন করায়, ফিকে হয়ে পড়ে বাগানের আক্রমণ। ম্যাচ শেষ হয় গোল শূন্যের মধ্যে দিয়ে। সেক্ষেত্রে চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করায় বাগানের জন্য একটি বড় ক্ষতি হতে পারে। বিশেষ করে যখন লিগের মঞ্চে তারা শীর্ষে অবস্থান করছে।
চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করা মোহনবাগানের জন্য একটি বড় ক্ষতি হতে পারে, বিশেষ করে যখন লিগের মঞ্চে তারা শীর্ষে অবস্থান করছে। কোচ মোলিনার পরিকল্পনা কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এবং সমর্থকরা আশঙ্কিত যে, যদি দলের আক্রমণাত্মক ধারাবাহিকতা বজায় না রাখা যায়।তাহলে আরও পয়েন্ট হারাতে হতে পারে। কারণ তাদের পরেই অবস্থান লিগের অন্যতম শক্তিশালী দল এফসি গোয়ার।
মোহনবাগান সুপার জায়ান্ট ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। সমসংখ্যক ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। এরই মধ্যে বুধবার ক্রান্তিরাভা স্টেডিয়ামে ওডিশার বিপক্ষে নামবে সুনীল ছেত্রীর দল। এই ম্যাচে তিন পয়েন্ট পেলেই টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা।
পাশাপাশি এফসি গোয়া তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে। এই ম্যাচ বিশেষ ভাবে তাৎপর্যপূর্ন বাগান শিবিরের জন্য। কারণ এই ম্যাচে মানোলো মার্কুয়েজের দল ড্র করলে শিল্ড জয়ের বাধা কমবে মোহনবাগান সুপার জায়ান্টের। তবে ঘরের মাঠে চেন্নাই বধ করলে টেবিলে বাগান ব্রিগেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাবে গোয়া।
বাগান পরের ম্য়াচে খেলতে নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে মলিনা পালতোলা নৌকাকে মেরামত করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।