জার্মান ফুটবলে (Football) এক বিরল ঘটনার সাক্ষী হল ফুটবল দুনিয়া। মাত্র দু’টি লিগ ম্যাচে টাচলাইনে দাঁড়িয়ে বিদায় নিতে হল এরিক টেন হাগকে (Erik ten Hag)। বায়ার লেভারকুসেনের (Bayer Leverkusen) কোচ হিসেবে তাঁর অধ্যায় স্থায়ী হল মাত্র কয়েক সপ্তাহ। সোমবার ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, টেন হাগ আর লেভারকুসেনের ডাগআউটে থাকছেন না।
নাইটদের টার্গেটে ‘দ্য ওয়াল’? ক্রিকেটমহলে জল্পনার ঝড়
লিগের প্রথম ম্যাচেই হফেনহাইমের বিরুদ্ধে ১–২ গোলে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে ১০ জনের ভের্ডার ব্রেমেনের সঙ্গে ৩–৩ গোলে ড্র, কার্যত এই দুই ফলাফলে চূড়ান্ত হল তাঁর ভাগ্য। ক্লাবের শীর্ষ কর্তারা জানিয়ে দিয়েছেন, এই পারফরম্যান্স মেনে নেওয়া সম্ভব নয়। মরসুমের শুরুতেই এই বিচ্ছেদ অনাকাঙ্ক্ষিত হলেও, তাঁদের মতে এটি সময়োচিত।
লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রোলফেস বলেছেন, “সহজ সিদ্ধান্ত ছিল না। আমরা কেউই চাইনি এমন পদক্ষেপ নিতে। কিন্তু গত কয়েক সপ্তাহে স্পষ্ট হয়েছে—এই সেটআপে নতুন করে সফল দল গড়া সম্ভব নয়।”
ক্লাবের সিইও ফের্নান্দো কারো যোগ করেন, “মরসুমের একেবারে শুরুতে এভাবে বিচ্ছেদ কষ্টদায়ক। তবে লক্ষ্যপূরণে আমাদের সেরা পরিবেশ দরকার। তাই এই পদক্ষেপ জরুরি ছিল।”
ইরানের অভিজ্ঞতার কাছে হেরে সাহসী লড়াই বার্তা ভারতের, রইল শেষ ৪ সুযোগ
চলতি বছরের এপ্রিল মাসে দায়িত্ব নেন এরিক টেন হাগ। ততদিনে ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদের ডাগআউটে চলে গিয়েছেন জাবি আলোনসো। তাঁর অধীনে লেভারকুসেন ইতিহাস গড়ে অপরাজিত থেকে বুন্দেসলিগা জেতে, পাশাপাশি ঘরোয়া ডাবল জয়ও আসে তাদের ঝুলিতে।
অথচ ঠিক সেই জায়গায় এসে টেন হাগ পেয়েছিলেন এক ভাঙাচোরা স্কোয়াড। একে একে ক্লাব ছাড়েন ফ্লোরিয়ান উইর্টজ, জেরেমি ফ্রিম্পং, আমিন আদলি, জোনাথন টা, গ্রানিত জাকা—যাঁরা দলের মূল ভরসা ছিলেন। নতুন সিজনে কোচের দায়িত্ব নিয়ে তাই শুরুতেই ধাক্কা খান ডাচ ম্যানেজার। যদিও জার্মান কাপের প্রথম রাউন্ডে চতুর্থ ডিভিশনের দলের বিরুদ্ধে ৪–০ জয় এসেছিল, কিন্তু লিগে মাত্র এক পয়েন্ট এবং ইতিমধ্যেই শীর্ষ থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়া, ক্লাব কর্তৃপক্ষের ধৈর্যের সীমা ছাড়িয়েছে।
জার্মান ফুটবলে এত কম সময়ে কোনও কোচকে বরখাস্ত করার নজির নেই। পাঁচ ম্যাচের কমে কেউ ছাঁটাই হননি এর আগে। সেই হিসেবে মাত্র দু’টি লিগ ম্যাচে টেন হাগের বিদায় এক নজিরবিহীন ঘটনা।
মাথায় হাত বোর্ডের! ফিটনেস টেস্টে কী হাল গিল সহ ৮ ক্রিকেটারের?
এটা শুধু টেন হাগের একার গল্প নয়। সম্প্রতি আরও তিন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ চাকরি হারিয়েছেন। হোসে মোরিনহো (ফেনেরবাচে), ওলে গুনার সোলশায়ের (বেসিকতাস)। টেন হাগ ম্যান ইউ’ তে কিছুটা সফল ছিলেন। লিগ কাপ ও এফএ কাপ জিতিয়েছিলেন, তবে প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা না থাকায় অক্টোবরে চাকরি হারান।
Former Man Utd manager Erik Ten Hag had been sacked by Bayer Leverkusen. 2 games into the season. pic.twitter.com/AKCGrUcq3M
— 𝓢𝓪𝓶𝓾𝓮𝓵 𝓖𝓲𝓽𝓱𝓪𝓻𝓪 (@Samuelgithara) September 1, 2025
Erik ten Hag sacked by Bayer Leverkusen after just two Bundesliga games