রোববার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড’কে ২-১ গোলে হারানোর মধ্যে দিয়ে পুনরায় প্রিমিয়ার লিগের (EPL) চতুর্থ নম্বর স্থানে উঠে এলো আর্সেনাল।
এক’ই দিনে লেস্টার সিটির বিরুদ্ধে টটেনহ্যাম জয়লাভ করলে আর্সেনালের যাবতীয় সম্ভাবনা শেষ হয়েছে বলেই মনে হয়।কিন্তু এদিন ওয়েস্ট হ্যাম’কে হারিয়ে আপাতত সেই চাপ জারি রাখলো আর্সেনাল,এই নিয়ে টানা ৩ ম্যাচে জয়লাভ করলো গানার্স’রা।সব মিলিয়ে প্রিমিয়ার লিগের চতুর্থ নম্বর স্থানে শেষ করবে কোন দল,তা কেন্দ্র লড়াই জমে উঠেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলা বজায় রাখে গানার্স’রা।ম্যাচে অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিলো তারা।ম্যাচের ৩৮ মিনিটে হোল্ডিংয়ের গোলে এগিয়ে যায় তারা।প্রথমার্ধেই বাওয়েনের নেওয়া শটে বিভ্রান্ত হয়ে গোল হজম করেন আর্সেনালের গোলকিপার অ্যারন র্যামসডালে,এরপর ক্রমশ আশঙ্কা তৈরী হয় আর্সেনাল’কে কেন্দ্র করে।আদৌও কি আগামী মরশুমে’র চ্যাম্পিয়ান্স লিগে খেলবে কি তারা,তা ঘিরে দেখা দেয় প্রশ্নচিহ্নের।যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে যাবতীয় সব জল্পনা’কে উড়িয়ে দিয়ে ম্যাচে গানার্স’দের জয় নিশ্চিত করেন গ্যাব্রিয়েল ।
বর্তমানে ৩৪ ম্যাচ থেকে আর্সেনালের পয়েন্ট সংখ্যা ৬৩,সমসংখ্যক ম্যাচ খেলে টটেনহ্যামের পয়েন্ট সংখ্যা ৬১।দুই দলের’ই চারটি করে ম্যাচ খেলা বাকি আছে এখনও।অন্যদিকে শেষ চারে স্থান নিশ্চিত করার যাবতীয় সম্ভাবনা শেষ ওয়েস্ট হ্যামের।তাদের পয়েন্ট সংখ্যা এখন ৫২,আর মাত্র ৩ টি ম্যাচ বাকী আছে হ্যামার্স’দের।আগামী সপ্তাহে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম।