ইংলিশ প্রিমিয়ার মাতানো হামজা ঢুকলেন ফিফা পেজে! গন্তব্য ঢাকা নাকি কলকাতা?

ফুটবল মক্কায় নাকি পদ্মাপারের মাঠে ঝড়? ইংলিশ ফুটবল লিগ কাঁপানো বাঙালি হামজা (Hamza Chowdhury). কোন বাংলায় ফুটবল ঝড় তুলবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। জানা যাচ্ছে,…

English Premier League footballer Hamza Chowdhury of Bangladeshi origin entered the FIFA page

ফুটবল মক্কায় নাকি পদ্মাপারের মাঠে ঝড়? ইংলিশ ফুটবল লিগ কাঁপানো বাঙালি হামজা (Hamza Chowdhury). কোন বাংলায় ফুটবল ঝড় তুলবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। জানা যাচ্ছে, হামজাকে এনওসি দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। তিনি ছাড়পত্র নিয়ে গন্তব্যে পৌঁছতে তৈরি। হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন।

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী স্থান পেয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পেজে। ফিফা ফুটবল ওয়ার্ল্ডকাপ ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা। 

   

ফিফার নিয়ম অনুসারে হামজাকে পেতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এনওসি চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মিলেছে এনওসি। বাফুফে সূত্রে খবর, বাংলাদেশ জাতীয় দলের হয়ে লাল-সবুজ জার্সিতে হামজার খেলা কেবল সময়ের অপেক্ষা। তার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। বাংলাদেশের ফুটবল ভক্তরা হামজা চৌধুরীকে বরণ করে নেওয়ার অপেক্ষায় প্রহর গুণছেন।

হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন। তার পরিবার বাংলাদেশি। পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি।

হামজার ফুটবল জাদুর খোঁজ খবর রাখা ফুটবল মক্কা কলকাতার প্লেয়ার ক্যাচাররা তৈরি। আরও জানা যাচ্ছে শুধু কলকাতার তিন বড় দল নয় আরও কয়েকটি ভারতীয় ক্লাব হামজা চৌধুরীর সঙ্গে বিশেষ যোগাযোগ রেখে চলেছে।