শনিবার ফুটবলের মহারণ, নজর যুবভারতী থেকে ইতিহাদ স্টেডিয়াম

কথায় আছে সব খেলার সেরা বাঙালির ফুটবল। আগামী শনিবার রয়েছে বাংলা ফুটবলের মহারণ। ৫ অক্টোবর ভারতীয় ফুটবল সমর্থকদের নজরে রয়েছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেদিন…

Untitled 1 copy শনিবার ফুটবলের মহারণ, নজর যুবভারতী থেকে ইতিহাদ স্টেডিয়াম

কথায় আছে সব খেলার সেরা বাঙালির ফুটবল। আগামী শনিবার রয়েছে বাংলা ফুটবলের মহারণ। ৫ অক্টোবর ভারতীয় ফুটবল সমর্থকদের নজরে রয়েছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেদিন আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ খেলতে নামবে মহামেডান সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টরা। খেলা শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে।

এদিন আইএসএলে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ। জামশেদপুরের এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলার আরেক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল। যদিও এই ম্যাচ রয়েছে বিকেল ৫টায়, জামশেদপুর জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে। ভারতীয় ফুটবলের পাশাপাশি এদিন ফুটবল প্রেমীদের নজর রয়েছে বিদেশী ফুটবল লিগ গুলির দিকে। এর মধ্যে অন্যতম ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League)।

   

Read More মোহনবাগানের পর এএফসিকে চিঠি দেওয়ার ভাবনা আরও এক ক্লাবের

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিন ক্লাবের ম্যাচ। সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির প্রতিপক্ষ ফুলহাম। এই ম্যাচ জিতে ফের লিগ টপে যাওয়ার সুযোগ রয়েছে পেপ গুয়ার্দিওলার কাছে। ৬ ম্যাচ খেলে চার্টি জিতে ও এক ম্যাচে ড্র ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। তাই এদিনের ম্যাচ জিতে মরিয়া আর্লিং হল্যান্ডরা।

লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। সেদিন বিকেল ৫টায় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে মহম্মদ সালার লিভারপুল। তাঁরা এই মুহূর্তে ৬-এর মধ্যে ৫ ম্যাচে জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। তাই এদিন ম্যাচ জিতে নিজেদের জায়গা ধরে রাখাই একমাত্র লক্ষ্য ডিয়াজদের কাছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) খেলা রয়েছে মাইকেল আর্তেতার আর্সেনালের। প্যারিস সেন্ট জার্মাইনকে হারিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী বুকায়ো সাকারা। পিএসজিকে হারিয়ে ২২ বছর পর ইপিএল (Premier League) খেতাব জয়ের হুঙ্কার দিয়েছেন বুকায়ো সাকা। শনিবার এমিরেটার্স স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ সাউদাম্প্টন ।

আগামী শনিবার বিশ্ব ফুটবলে নজর থাকছে সকলের। কারণ একই সময়ে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ।