England WAGs: বিশ্বকাপে হোটেল ছেড়ে কেন বিলাসবহুল জাহাজে ?

২১ নভেম্বর থেকে কাতারে শুরু ফুটবল বিশ্বকাপ। ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা (England WAGs) সি দ্ধান্ত নিয়েছেন যে, তাঁরা হোটেলে থাকবেন না। ‘বুজ পার্টি’ করার…

England WAGs: বিশ্বকাপে হোটেল ছেড়ে কেন বিলাসবহুল জাহাজে ?

২১ নভেম্বর থেকে কাতারে শুরু ফুটবল বিশ্বকাপ। ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা (England WAGs) সি দ্ধান্ত নিয়েছেন যে, তাঁরা হোটেলে থাকবেন না। ‘বুজ পার্টি’ করার জন্য তাঁরা বেছে নিয়েছেন বিলাসবহুল জাহাজ। এমনটাই রিপোর্ট ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের। 

ফুটবলের সবচেয়ে বড় শো-পিস ইভেন্ট এবার অনুষ্ঠিত হচ্ছে কাতারে। তবে এই দেশে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। মদ্যপায়ীদের মেনে চলতে হয় কঠোর নিয়ম। নির্বাচিত কিছু হোটেলেই একান্তে এই সোমরস আস্বাদন করা সম্ভব।  

সূত্রের খবর, দোহার বন্দরে সেই জাহাজগুলি থাকবে। ফলে ইংল্য়ান্ড ওয়াগস মাঠে গিয়ে খেলা দেখার পর, ম্যাচ জয়ের আনন্দ বা হারের দুঃখ প্রকাশের জন্য জাহাজেই আশ্রয় নিতে পারবেন। হ্যারি কেন, জর্ডন হেন্ডারসন ও রহিম স্টারলিংয়ের ‘বেটার হাফ’রা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে, তাঁরা জাহাজেই থাকবেন। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট চেয়েছিলেন যে, তাঁর টিম হোটেল যেন সমুদ্রের তীরেই হয়। জানা যাচ্ছে যে, বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০১৫ সালে নির্মিত পাঁচতারা হোটেল সুক আল ওয়াকরা বিচ রিসোর্টে থাকবেন। 

Advertisements

গতবছর ১৫ নভেম্বর ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট সংরক্ষণ করে। উয়েফার আই গ্রুপ থেকে শীর্ষ স্থানে শেষ করে ‘থ্রি লায়ন্স’। বিশ্বকাপের যোগ্য়তা অর্জন করার পর্বে হ্যারি কেন অ্য়ান্ড কোং ১০ ম্যাচ খেলে ৮টি জয় পেয়েছে। ২টি ড্র করেছে।