ইংল্যান্ডের একাদশে বড় রদবদল, ফিরলেন তারকা পেসার ওকস

ইংল্যান্ড (England) ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য তাদের একাদশ ঘোষণা করেছে।দলে ফিরেছেন অভিজ্ঞ তারকা পেসার ক্রিস ওকস (Chris Woakes) এবং অলি পোপ তরুণ…

England Chris Woakes Returns

ইংল্যান্ড (England) ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য তাদের একাদশ ঘোষণা করেছে।দলে ফিরেছেন অভিজ্ঞ তারকা পেসার ক্রিস ওকস (Chris Woakes) এবং অলি পোপ তরুণ জ্যাকব বেথেলের পরিবর্তে তিন নম্বরে খেলবেন। ওকস, গোড়ালির চোটে আগের দুটি টেস্টে খেলতে পারেননি। তিনি স্যাম কুকের জায়গায় দলে সুযোগ পেয়েছেন। এছাড়া, হ্যামস্ট্রিং চোটে গাস অ্যাটকিনসনের পরিবর্তে ব্রাইডন কার্স দলে এসেছেন।

Advertisements

ওকসের আট নম্বরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করেছে। এটি জেমি স্মিথকে সাত নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসেবে মনোযোগ দেওয়ার সুযোগ দেবে। ইংল্যান্ড বোলিং ও ব্যাটিংয়ের ভারসাম্য বজায় রেখেছে।দলের উপ-অধিনায়ক অলি পোপকে তিন নম্বরে রাখা হয়েছে। যদিও তরুণ বেথেল গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে ৯৬ সহ তিনটি হাফসেঞ্চুরি করে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।

   

পোপ সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেললেও ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮টি টেস্টে তার গড় মাত্র ২২.০৫। এটি তার ক্যারিয়ার গড় ৩৫.৪৯-এর তুলনায় কম হলেও, ইংল্যান্ড অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে।

অন্যদিকে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত এখনও তাদের একাদশ চূড়ান্ত করেনি। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতের ব্যাটিং লাইনআপে নতুন মুখ দেখা যাবে। ঋষভ পান্ত পাঁচ নম্বরে এবং অধিনায়ক গিল চার নম্বরে ব্যাট করবেন বলে নিশ্চিত করেছেন।

ইংল্যান্ডের একাদশ: জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির।