Emotional Recall: বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ফিরল বেলো রজ্জাকের স্মৃতি

বুধবারের মোহন বাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ পেয়েছিল অন্য মাত্রা। খেলা শুরু হওয়ার আগে বাগানের পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্যালারিতে দর্শকরা নিয়ে যেতে…

belo-razzak

বুধবারের মোহন বাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ পেয়েছিল অন্য মাত্রা। খেলা শুরু হওয়ার আগে বাগানের পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্যালারিতে দর্শকরা নিয়ে যেতে পারবেন টিফো, পতাকা, ড্রান, মাইক্রোফোন, ব্যানার। ক্লাবের এই সিদ্ধান্তে আরও উজ্জ্বীবিত হয়েছিলেন সমর্থকরা। এবারের ইন্ডিয়ান সুপার লীগে দলের প্রথম ম্যাচের তুলনায় দর্শক সংখ্যা এই ম্যাচে কম হলেও মাঠের অ্যামবিয়ানস ছিল উল্লেখযোগ্য।

গত মরসুমের আইএসএল ফাইনালে এটিকে মোহন বাগানের কাছে পরাজিত হয়েছিল বেঙ্গালুরু এফসি। হারের সেই জ্বালা এখনও জুড়তে পারেনি ক্লাব। বুধবার কিক অফ হওয়ার আগে পার্থ জিন্দল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ” রিভেঞ্জ ” নেওয়ার কথা।

   

রিভেঞ্জ অবশ্য নেওয়া হয়নি। নয়জনের বেঙ্গালুরু এফসি যে এক গোলের বেশি হজম করেনি সেটা ভেবেই সবুজ মেরুন সমর্থকদের অনেকে বিস্মিত হচ্ছেন। ১-০ গোলে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। পরপর দুই ম্যাচ জিতে আইএসএল টেন শুরু করেছে তারা। বেঙ্গালুরু এফসি হারল ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে।

বেঙ্গালুরু ফুটবল ক্লাবের সমর্থকদের স্মৃতি আরও উস্কে দিয়েছিলেন মোহন বাগান সমর্থকরা। বেঙ্গালুরু বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নিয়েই ২০১৪-১৫ মরসুমের আই লীগ জিতেছিল বাগান। হেডে গোল করে দলকে চ্যাম্পিয়ন করার জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট এনে দিয়েছিলেন বেলো রজ্জাক। নাইজেরিয়ার ডিফেন্ডারের কথা মনে করিয়ে দিয়ে ম্যাচের ৮৫ মিনিটে মোহন সমর্থকরা শুরু করেছিলেন “বেলো বেলো” শ্লোগান।