HomeSports Newsবাবর আজমের উইকেট পড়তেই রিজওয়ানের সেলিব্রেশন, জড়িয়ে ধরলেন প্রতিপক্ষের বোলারকে

বাবর আজমের উইকেট পড়তেই রিজওয়ানের সেলিব্রেশন, জড়িয়ে ধরলেন প্রতিপক্ষের বোলারকে

- Advertisement -

পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটি। এই প্রস্তুতি ম্যাচে সময় এক অদ্ভুত ঘটনা দেখা যায়। অধিনায়ক বাবর আজমের উইকেট পড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গী ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে লাগামহীনভাবে হাসতে দেখা যায়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন বেশ জনপ্রিয়।

ম্যাচের ১৮তম ওভারে এই ঘটনা দেখা যায়। ইশ সোধির ওভারে প্রস্তুত ছিলেন না বাবর আজম। সেই সময় বল করে দেন নিউজিল্যান্ডের এই স্পিনার। বল গিয়ে সোজা আঘাত করে মিডল স্ট্যাম্পে, ছিটকে যায় বেল। এরপরেই শুরু হয় মজার ঘটনা। বল উইকেটে আঘাত করার পর হাসি মুখে আবেদন করতে শুরু করেন কিউই লেগ স্পিনার। এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েন মহম্মদ রিজওয়ান। তিনি বাবরের সাথে এটি ঘটতে দেখে উপভোগ করতে শুরু করেন। সোধির কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন রিজওয়ান।

   

এই ঘটনা দেখে বাবরের মুখেও হাসি ফুটে ওঠে। এমনকি ডেভন কনওয়েও এই রসিকতায় যোগ দিয়েছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই আবার আগের মতো খেলা শুরু হয়। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি করেন রিজওয়ান। বাবর আজম করেন ৮০ রান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান তোলে পাকিস্তান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular