Emiliano Martinez: শহরে এসে কী কী খেতে চলেছেন বিশ্বজয়ী গোলরক্ষক? জেনে নিন

ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টে বেজে ৩০ মিনিট। বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছোন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martin)।

Emiliano Martinez's Gastronomic Journey in Kolkata

ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টে বেজে ৩০ মিনিট। বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছোন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martin)। যাকে দেখার অপেক্ষায় গোটা শহরবাসী। তবে বহু সময়ের বিমান যাত্রার ফলে আজ সেরকম কোনো অনুষ্ঠান রাখা হয়নি। আজকের বাকি সময়টা মূলত বিশ্রাম নিয়েই কাটিয়ে দেবেন এমি। আগামীকাল সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই বিশ্বজয়ী তারকা। তবে শুধু অনুষ্ঠানে উপস্থিত থাকাই নয়, থাকছে জাঁকজমকপূর্ণ খানাপিনার আয়োজন। আসলে শুধুমাত্র ফুটবল খেলাই নয়, নতুন নতুন খাওয়ার দাওয়ার খেতেও যথেষ্ট ভালোবাসেন মার্টিনেজ। সেইমতো তার জন্য থাকছে বিশেষ মেনু।

বিশেষ সূত্র মারফত খবর, এমির লাঞ্চের জন্য থাকতে চলেছে আলুপোস্ত ও চিতল মাছের মুইঠ্যামুইঠ্যা থেকে শুরু করে ইলিশ পাতুড়ি, ও ডাব চিংড়ি। এমনকি শোনা গিয়েছে, এই তারকা ফুটবলারের খেতে যাতে কোনও রকমের অসুবিধা না হয় তারজন্য যতটা সম্ভব ঝাল কম দেওয়ার চেষ্টা করা হবে। সেইসাথে রান্নায় নাকি সর্ষে ও কম দেওয়ার চেষ্টা করা হবে। তবে সেখানেই শেষ নয়। এমির জন্য থাকবে তরমুজের স্যালাড। পোলাও, মাংসের স্টু, লিচুর পায়েস। সেইসাথে মিষ্টির দিক থেকে থাকবে কলকাতার বিখ্যাত রসগোল্লা ও আম সন্দেশ।

   

আগামীকাল সকালে সন্তোষ মিত্র স্কোয়ারে সম্বর্ধনা অনুষ্ঠান করার পর এমি সোজা চলে যাবেন লেকটাউনে।সেখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে থাকার পর বিকেলে চলে আসবেন ময়দানের সবুজ-মেরুন তাঁবুতে। সেখানে এসে উদ্বোধন করবেন পেলে-মারাদোনা ও গ্যারি সোবার্সের নামাঙ্কিত গেট। তাছাড়াও একাধিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। তারপর রাত্রিবেলা রিষয়ায় শতদ্রু দত্তের বাড়ির নৈশভোজের অনুষ্ঠানে যোগ দেবেন মেসির এই সতীর্থ।