মেসির পেনাল্টি মিস, সেভ করলেন এমি, সেমিফাইনালে Argentina

Emiliano Martínez become hero as Argentina into Copa America 2024 semi final

চলতি কোপা আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে জায়গা করে নিল কাটার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। পেনাল্টি শ্যুট আউট ইকুয়েডরকে (Argentina vs Ecuador) হারিয়ে কোপা আমেরিকার খেতাব জয়ের আরও কাছে লিওনেল মেসিরা (Lionel Messi)। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। পেনাল্টি শ্যুট আউটে ইকুয়েডরকে ৪-২ ব্যধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। আবারও নায়ক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez)।

Advertisements

Armando Sadiku: সাদিকু মোহনবাগানেই! দিলেন বড় ইঙ্গিত

আরও একটা ট্রফি জয়ের কাছে আর্জেন্টিনা। কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার নজরে এবার কোপা আমেরিকা ২০২৪ ট্রফি। কোয়ার্টার ফাইনালে নীল সাদা ব্রিগেডকে জোর টক্কর দিয়েছে ইকুয়েডর। শেষ পর্যন্ত বাজিমাত করল আর্জেটিনা। চাপের মুখে বিশ্বকাপ জয়ী দল দেখাল ‘চ্যাম্পিয়ন্স মেন্টালিটি’। পেনাল্টি শ্যুট আউট নার্ভ ধরে রাখলেন আর্জেন্টিনার ফুটবলাররা। পরপর পেনাল্টি সেভ করে ম্যাচের নায়ক গোলরক্ষক এমি মার্টিনেজ।

ম্যাচের শুরুর দিক আর্জেন্টিনার ওপর চাপ বাড়িয়েছিল ইকুয়েডর। পরপর আক্রমণ তুলে এনেছিল তারা। আর্জেটিনার গোল লক্ষ্য করে নিয়েছিল শট। আটকে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে লড়াইয়ে রেখেছিলেন। কোপা আমেরিকাতেও ফর্মে আর্জেটিনাই গোলরক্ষক।

ঝটিতি আক্রমণে ইকুয়েডর চাপ বাড়ালেও প্রথমে গোল পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের করা গোলে ম্যাচে লিড পেয়ে গিয়েছিল লিওনেল স্কালোনির দল।

Advertisements

CFL: অমীমাংসিত ফলাফল, জবির গোলে হার বাঁচাল ডায়মন্ড হারবার

পেনাল্টি পেয়েছিল ইকুয়েডর। বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেলেছিল আর্জেটিনা। সেখান থেকে ইকুয়েডরের পক্ষে পেনাল্টি। কিন্তু স্পষ্ট কিক থেকে আসেনি গোল। বল গিয়ে লাগে পোস্টে। ইকুয়েডরের পক্ষে গোল আসে নব্বই মিনিট অতিরিক্ত সময়ে। কেভিনের গোলে স্কোরলাইন হয় ১-১।

নির্ধারিত সময়ে খেলার মীমাংসা না হওয়ার পর শুরু হয় পেনাল্টি শ্যুট আউট। পেনাল্টি শ্যুট আউট থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন লিওনেল মেসি। এরপর একের পর এক পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনার জন্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন এমিলিয়ানো মার্টিনেজ। আগামী ১০ জুলাই কোপা আমেরিকা ২০২৪ সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা।