ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ফুল ব্যাক এই এশিয়ান!

ইউরোপিয়ান ফুটবলে ক্রমে দাগ কাটছে এশিয়ান ফুটবল। এশিয়া মহাদেশের একাধিক ফুটবলার ইউরোপের নামকরা একাধিক ক্লাবের হয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। তেমনই একজন Takehiro Tomiyasu। Advertisements উলভসের…

Takehiro Tomiyasu

ইউরোপিয়ান ফুটবলে ক্রমে দাগ কাটছে এশিয়ান ফুটবল। এশিয়া মহাদেশের একাধিক ফুটবলার ইউরোপের নামকরা একাধিক ক্লাবের হয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। তেমনই একজন Takehiro Tomiyasu।

Advertisements

উলভসের বিরুদ্ধে ম্যাচ জিতে (২-১) ইংলিশ প্রিমিয়ার লীগ ক্রম তালিকার শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে আর্সেনাল (১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির (১৩ ম্যাচে ২৯ পয়েন্ট) সঙ্গে বাড়িয়ে নিয়েছে পয়েন্টের ব্যবধান। উলভসের বিরুদ্ধে ম্যাচ অন্যতম সেরা খেলাটা খেলেছেন Takehiro Tomiyasu। পয়েন্টের বিচারে এই আর্সেনালের এই ম্যাচে সেরা ডিফেন্ডার তিনিই। পুরো সময় মাঠে না থাকলেও দলে নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন জাপানের এই ফুল ব্যাক।

Advertisements

সিরি এ-তে খেলার সময় প্রথম আলোচনায় উঠে এসেছিলেন Takehiro Tomiyasu। পরপর তিন মরসুম ছিলেন সিরি এ-র ক্লাব বলোগোনাতে। সেখান থেকে যোগ দেন আর্সেনালে। ২০২১ সালে আর্সেনালের সঙ্গে চুক্তি করেছিলেন তাকেহিরো। সেই থেকে গানারদের সঙ্গে রয়েছেন এই জাপানিজ। গত মরসুমের শেষ অংশে পয়েন্ট না হারালে এতো দিনে তার নামের পাশে থাকতো ইংলিশ প্রিমিয়ার লীগ খেতাব।

এবারেও সেই সুযোগ রয়েছে। খেতাব জয়ের দৌড়ে রয়েছে আর্সেনালের। যদিও ইতিমধ্যে একাধিক সম্মান লাভ করেছেন বছর পঁচিশের এই ফুটবলার। আর্সেনালের হয়ে ২০২৩-এই জিতেছেন কমিউনিটি শিল্ড। এছাড়া ব্যক্তিগত স্তরে জিতেছেন একাধিক পুরস্কার।