মাঠে নেমেই গোল করলেন উঠতি বাঙালি ফুটবলার

Mohammedan SC

নতুন দলের হয়ে মাঠে নেমেই গোল। শুক্রবার বৃষ্টি ভেজা মাঠে সাদা কালো জার্সি পরে নিমেছিলেন অভিজিৎ সরকার (Abhijit Sarkar)। নজর কেড়েছেন নতুন জার্সি পরে।

খাতায় কলমে মহামেডান স্পোর্টিং ক্লাবের কলকাতা লীগ অভিযান শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু লীগের প্রথম ম্যাচ বাতিল করা হয়। এদিকে একের পর এক ফুটবলার সই করিয়ে দল ভারী করেছে মহামেডান। মাঠে নামার আগে টিম কম্বিনেশন সেট করা জরুরি। এবারের কলকাতা লীগে কোনো বিদেশি ফুটবলার খেলানো হচ্ছে না। ফলে ভারতীয় ফুটবলারদের সামনে রয়েছে বড় সুযোগ। মহামেডান স্পো্টিং ক্লাবে রয়েছেন একাধিক তরুণ প্রতিভা। অভিজিৎ তাদের মধ্যে একজন।

   

এদিন আর্মি রেডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিল মহামেডান স্পোর্টিং। দল হিসেবে ব্ল্যাক প্যান্থারদের খেলা জমেনি। ম্যাচের ফল ১-১। তবে অভিজিতের গোল সাদা কালো শিবিরের জন্য স্বস্তিদায়ক।

<

p style=”text-align: justify;”>বৃহস্পতিবার কলকাতা ফুটবল লীগে অভিযান শুরু করার কথা ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের। তার আগের দিন তিনজন ফরোয়ার্ডকে সই করানোর কথা জানিয়েছিল ক্লাব। আক্রমণভাগে যুক্ত হয়েছেন অভিজিৎ সরকারকে। ২৩ বছর বয়সী অভিজিৎ সরকার বাংলার অন্যতম সাড়া জাগানো ফুটবলার। জাতীয় দলের বয়স ভিত্তিক দলে নিজের জাত চিনিয়েছেন ইতিপূর্বে। ফেডারেশনের এলিট অ্যাকাডেমির এই ছাত্র খেলেছেন দেশের একাধিক ক্লাবে। ইস্টবেঙ্গলের হয়েও এক সময় সুযোগ পেয়েছিলেন। মহামেডান স্পোর্টিং ক্লাবে সই করার আগে তিনি যুক্ত ছিলেন যথাক্রমে রিয়াল কাশ্মীর, সুদেভা দিল্লি, ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান অ্যারোজ, চেন্নাইয়িন ফুটবল দলে। অ্যারোজে দুটি মরসুম খেলেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন