East Bengal : ইস্টবেঙ্গলকে আশ্বাস দিল ইমামি

East Bengal and Emami group

আশা এখনও রয়েছে। শীঘ্রই বৈঠকে বসতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব এবং ইমামি (Emami)। বৃহস্পতিবার জানা গিয়েছে যে ক্লাবকে আশ্বাস দিয়েছে কোম্পানি।

Advertisements

ক্লাব এবং কোম্পানি ফের আলোচনায় বসতে পারে সেটা বুধবার জানা গিয়েছিল। বৃহস্পতিবার সেই সম্ভাবনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

   

ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পরেও এখনও সেভাবে সক্রিয় হতে পারেনি লাল হলুদ ক্লাব। চূড়ান্ত সই না করা পর্যন্ত দল গোছানোর কাজে সক্রিয় হওয়া কার্যত সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। ক্লাব কর্তাদের নজরে থাকা ফুটবলারদের আরও একটু অপেক্ষা করতে বলা হয়েছে বলে খবর। এক নামী বিদেশিকেও অপেক্ষা করতে বলা হয়েছে বলে শোনা যাচ্ছে।

Advertisements

ইমামি কর্তাদের সঙ্গে আবারও আলোচনায় বসার জন্য আবেদন করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। ইমামি সেই আবেদনে সাড়া দিয়েছে বলে মনে করা হচ্ছে। দুই একদিনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে অনুমান।