আজ ১লা আগস্ট। কলকাতা ময়দান থেকে শুরু করে গোটা দেশের আপামর ফুটবলপ্রেমীদের মানুষের কাছে আজ ইস্টবেঙ্গল দিবস (East Bengal Day) হিসেবে পরিচিত। এবার ১০৪ বছরে পদার্পন করল ইস্টবেঙ্গল ক্লাব। তাই অন্যান্য বছর গুলির মতো এবারও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রয়াস নেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে।
সেইমতো সকাল ১১টা বেজে ৩০ মিনিটের মাথায় ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান। বর্তমানে সেই নিয়ে মাতোয়ারা লাল-হলুদ সমর্থকরা। গতবারের মতো এবারো ক্লাব তাঁবুতে এসে ভিড় জমিয়েছেন বহু লাল-হলুদ সমর্থক।
এমন ঐতিহাসিক দিনে ক্লাব ও সমর্থকদের উদ্দেশ্যে নিজের উচ্ছাস প্রকাশ করতে ভোলেননি ক্লাবের ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। কিছুক্ষণ আগেই জনপ্রিয় মাধ্যমের মারফত বোর্ড অফ ডিরেক্টরির দুই কর্তা তথা আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কা বলেন,”১লা আগস্ট আমাদের কাছে অত্যন্ত আবেগের। গত ১০৩ বছর আগে আজকের দিনে দাঁড়িয়েই গোড়াপত্তন হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের। আজকের এই দিনটি অদম্য ইচ্ছা, এক গৌরবময় ইতিহাস এবং লাল-হলুদ প্রীতিকে উৎযাপন করার দিন। আমরা বিশ্বাস করি যে, এই প্রত্যয় ও সাহস লাল-হলুদ ইতিহাসে আরও অনেক স্মরনীয় অধ্যায় রচনা করতে সাহায্য করবে। জয় ইস্টবেঙ্গল।”
A message from our Emami East Bengal Directors on this special day. ❤️💛#JoyEastBengal pic.twitter.com/U9IjjkkgGH
— East Bengal FC (@eastbengal_fc) August 1, 2023
উল্লেখ্য, গত বছর থেকেই দেশের এই অন্যতম লগ্নিকারী সংস্থা তথা ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে গতবছর হতাশাজনক পারফরম্যান্স থাকলেও একাধিক ম্যাচে জয় পেয়েছে দল। তবে নতুন মরশুম শুরু করার আগেই কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তার হাত ধরেই, নতুন করে সেজে উঠেছে ইস্টবেঙ্গল। দলের সঙ্গে যুক্ত হয়েছেন বহু দেশি ও বিদেশি তারকা ফুটবলার। এবার তাদের সামনে রেখেই নতুন মরশুমে চমক দিতে মরিয়া কলকাতার এই প্রধান।